দিনের আলোয় প্রকাশ্যে লুট হচ্ছে দারকেশ্বর নদী, প্রশাসন কোথায়?

Bangla circle news

দিনের আলোয় প্রকাশ্যে লুট হচ্ছে দারকেশ্বর নদী, প্রশাসন কোথায়? এমনই ছবি দেখাবো বাঁকুড়ার জয়পুর ব্লক ও পাত্রসায়ের ব্লকের বুক দিয়ে বয়ে যাওয়া দারকেশ্বর নদীর দৌলতপুর মৌজার ঘটনা।

বালি মাফিয়া দের দৌড়াতে অতিষ্ট গ্রামের মানুষ, মুখ খুললেই বিপদ প্রাণহানি ও মারধরের মতন ঘটনা ঘটতে পারে, সেই ভয়ে মুখ খুলতে নারাজ নদীর পাড়ে বাসিন্দাদের। দিনের আলোয় কার মদতে দারকেশ্বর নদীর লুট হচ্ছে বালি,তবে গ্রামবাসীরা মুখ না খুললেও তারা বলেন প্রশাসনের একাংশের মদতে বালি মাফিয়ারা সাহস পাচ্ছে তা না হলে কোন দিনই সম্ভব নয় দিনের আলোয় বালি লুট হবে। প্রতিদিন রাত হলেই শুরু হয় বালি মাফিয়াদের দৌরাত্ম চলে লুটতরাজ, এই লুটতরাজ রাত থেকে সকাল পর্যন্ত চলছে, দিনের আলোয় পাত্রসায়ের ব্লক ও জয়পুর ব্লকের বুক দিয়ে বেরিয়ে যাচ্ছে শয়ে শয়ে ট্রাক্টর যা সম্পূর্ণভাবে অবৈধ।
কিভাবে সম্ভব, যেখানে বর্ষাকালের জন্য সরকারিভাবে বন্ধ বালি খাদ সেখানে কিভাবে অবৈধভাবে অবৈধ খাদান থেকে বালি দুই ব্লকের বুক দিয়ে বেরিয়ে যাচ্ছে। প্রশাসনের নজরদারি, এড়িয়ে নাকি নজর দাড়ির অভাব নাকি সব দেখেও দেখেনি প্রশাসন।
প্রায় অধিকাংশ দিনই অবৈধভাবে দারকেশ্বর নদী থেকে বালি উত্তোলন হচ্ছে সেই খবর আমারা সংগ্রহ করতে গেলে একেবারে হাতে নাতে প্রমাণ পাওয়া গেল তবে অবশ্য ক্যামেরা দেখে নদী থেকে ট্রাক্টর নিয়ে চম্পট দিল দুষ্কৃতীর দল। আপনাদেরকে দেখাবো সেই ছবি আপনারা দেখতে থাকুন বাংলা সার্কেল নিউজ জনগণের পক্ষে বাংলার সংবাদ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *