ভোটের আগের দিনেই গোয়াল ঘরে গুতাগুতি নয়তো,তৃণমূলকে ভোট না দেবার পোস্টার।

Bangla circle news

ভোটের আগেই গোয়াল ঘরে গুতাগুতি শুরু বাঁকুড়ার কোতুলপুরে, রামডিহাতে পরলো অস্বাভাবিক পোস্টার

রঞ্জিত কুণ্ডু–বাঁকুড়া
আগে বলতাম তৃণমূলকে ভোট দেবেন এখন বলছি, ভেবেচিন্তে ভোট দেবেন তৃণমূলকে এমনই পোস্টার কে ঘিরে চাঞ্চল্য বাঁকুড়ার কোতুলপুর গোপীনাথপুর গ্রাম পঞ্চায়েত রামডিহা এলাকায়। কে দিল পোস্টার কেনই বা দিল, সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

আগামীকাল পঞ্চায়েত ভোট আর তারই আগে আজ শুক্রবারে সাত সকালে পোস্টারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের রামডিহা বাজার এলাকায় ।

সেই পোস্টারে লেখা রয়েছে, ভোট দিতে যাওয়ার আগে সাবধান, আগে বলতাম ভোট দেবেন আমাদের তৃণমূলকে, এখন বলছি ভোট দেওয়ার আগে চিন্তা ভাবনা করে ভোট দেবেন, কারণ এখন আর তৃণমূল কংগ্রেস টা পুরনো কর্মীদের তৃণমূল কংগ্রেস নেই, পোস্টার এর প্রথমের দিকের দু-তিন লাইন এইরকমই ভাষা রয়েছে বাকি পোস্টারটি ভিডিওতে দেখুন …
কে বা কারা এই পোস্টার চারিদিকে দিয়েছে তা এখনো জানা যায়নি বলে এলাকাবাসীদের দাবি…
কোতুলপুর বিধানসভায় একই শাসকদল নমিনেশন করতে দেয়নি বিরোধীদের,পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য পঞ্চায়েত হলেও আটকাতে পারেনি জেলা পরিষদের প্রার্থীদের।

সমস্ত রাজনৈতিক দল কম বেশি প্রার্থী দিয়েছেন, শাসক দল ভেবেছিলেন তারা বিনা প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখল নেবেন। কিন্তু আটকাতে পারেনি তৃণমূল জেলা পরিষদের প্রার্থী দেওয়ায় ঘুম ছুটেছে নেতাদের।
আর তারই মাঝে আগামীকাল পঞ্চায়েত নির্বাচন আর সেই নির্বাচনের আগে
এই পোস্টার দেখে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব বৃদ্ধি পেয়েছে তা একেবারে পরিষ্কার। তবে অবশ্য শাসক দল এই অভিযোগ মানতে নারাজ। তাদের দাবি তৃণমূলকে বদনাম করার জন্য এই পোস্টার দিয়েছে বিরোধীরা। তবে অবশ্য বিরোধীদল বিজেপির বক্তব্য নব্য ও তৃণমূল ও পুরাতন তৃণমূলের মধ্যে কে অরজিনাল নেতা প্রমাণ করতে তাদের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে তাদেরই নেতাদের এইরকম পোস্টার দিয়েছেন,
ভোটের মাত্র আর কয়েক ঘন্টা বাকি তার মধ্যে গোয়াল ঘরের গুতাগুতি শুরু কোতুলপুর ব্লকে এই গোঁতাগুতিতে ভোটের বাস্কের ফল কোন দিকে যায় সেই দিকে তাকিয়ে জেলার মানুষ। কি বলছেন এলাকার মানুষ কি বলছেন শাসক বিরোধী নেতারা, চলুন শোনাবো আপনাদের
বাঁকুড়া কোতুলপুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *