জয়পুর রাস্তাধার সর্বজনীন দুর্গা পূজার শুভ সূচনা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে বাঁকুড়ার জয়পুরে

Bangla circle news

জয়পুর রাস্তাধার সর্বজনীন দুর্গা পূজার শুভ সূচনা হলো খুঁটি পূজার মধ্য দিয়ে বাঁকুড়ার জয়পুরে

https://youtu.be/kU4g48cNG8M

৩৯ তম বর্ষ দূর্গা পূজার শুভ সূচনা করলেন জয়পুরের বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিরা। খুঁটি পূজাতে নারকোল ফাটিয়ে পূজার সূচনা করলেন ৩৯ তম বর্ষর উদ্বোধক ও পূজা কমিটির ৩৯ বছরের সম্পাদক শান্তি রঞ্জন সেন। এছাড়াও জয়পুর এলাকার বিশিষ্ট মানুষজনের উপস্থিত দূর্গা পূজার সূচনা হয়ে গেল আজ। আজ জন্মাষ্টমী তিথিতে শুভ সূচনা।
মা আস্তে আর বেশি দেরি নেই মাত্র ৪৩ দিন বাকি, ঢাকে কাঠি পড়ে গেছে ফুটেছে কাশ ফুল, এই কাশফুলি জানান দেয়, মা আসছে। খুঁটি পূজার মধ্য দিয়ে ই জয়পুরে রাস্তা ধার সর্বজনিন দুর্গা পূজা আরম্ভ, আজ থেকেই সাজো সাজো রব শুরু হবে জয়পুরের মানুষের মধ্যে, তাই আগেভাগেই খুঁটি পূজার মধ্যে দিয়ে এলাকার মানুষকে জানিয়ে দিলেন মা আসছে। প্রতিবছরের মত এই বছরও চমক পদ থিম থাকছে দুর্গাপূজার প্যান্ডেলে, তার সাথে সাথে থাকছে পুজা দেখতে আসা উদ্যোক্তাদের জন্য বড় চমক।এমনটাই জানালেন দুর্গাপূজা কমিটির এক সদস্য। তার সাথে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠান ও সমাজ সেবামূলক কাজ করবেন বলেই জানান। তার সাথে সাথে সকল স্তরের মানুষকে দুর্গাপূজা দেখতে আসার জন্য আগাম শুভেচ্ছা জানালেন। এই পূজা কমিটি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *