সাত সকালে আবারো প্রবেস করলো হাতির দল বাঁকুড়া জয়পুর জঙ্গলে।
মায়ের সাথে ছেলে বিদাই নিলেও জয়পুর জঙ্গলে রয়ে গেল এক দল গজরাজ।
দ্বাদশীর সকালে দুঃসংবাদ জয়পুরের মানুষদের জন্য।
এই মুহূর্তে 20-25টি হাতীর একটি দল সাত সকালে পশ্চিম মেদিনীপুর গরবেতার জঙ্গল থেকে প্রবেশ করলো জয়পুর জঙ্গলে ।
এই মুহূর্তে হাতির অবস্থান বাসুদেবপুর গুরুর বাসায় এলাকায়।
এই মুহূর্তে জঙ্গলমহল এলাকায় আউস ধান কাটতে ব্যস্ত কৃষকেরা মাঠকে মাঠ পাকা ধান রয়েছে কোনো ক্রমে হাতি জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের দিকে চলে আসলে ধান জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হবে সেই চিন্তায় মাথায় হাত জয়পুর ব্লকের শ্যামনগর পঞ্চায়েতের একাধিক গ্রাম সংলগ্ন মানুষের। শুধু শ্যামনগরের মানুষই নয় আতঙ্কে রয়েছে ত্রিভঙ্গ বেলসুল নতুন গ্রাম বেলিয়া সহ একাধিক গ্রামের মানুষ।
প্রতিবছর ধান পাকার সময় দলমার হাতির দল প্রবেশ করে জয়পুর জঙ্গলে। তছনছ করে দেয় একাধিক এলাকার ধানের জমি, ক্ষতি করলেও মেলেনি কোন আর্থিক সাহায্য, যেটুকু সাহায্য মেলে তাতে করে সংসার চালানো সম্ভব নয়,তাই আতঙ্কে জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের মানুষ। তবে অবশ্য বনদপ্তর পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষকে সতর্ক করার জন্য সাবধানের বাণী শোনাচ্ছেন মাইকিং করে জয়পুর বনদপ্তর।
তবে অবশ্য সাবধানের বাণী শোনালেও আতঙ্ক কাটছে না গ্রামবাসীদের ।
কোন রকমের বন দপ্তরের কর্মীদের চোখকে ধুলো দিয়ে হাতীর দল গ্রামের দিকে চলে আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেই মনে করছেন গ্রামবাসীরা কি বলছেন গ্রামের মানুষ শোনাবো আপনাদের।
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
জয়পুর জঙ্গলে প্রবেশ করল আদুরে রামলাল সাথে আরো কুড়ি-পাঁচটি বন্ধুবান্ধব

Leave a Reply