কতুলপুরে বিজেপির পাল্টা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান তৃণমূলের, বিজেপির বিধায়কের হাত ধরে যোগদান তৃণমূলে।

Bangla circle news

কতুলপুরে বিজেপির পাল্টা বিজয়া সম্মেলনী অনুষ্ঠান তৃণমূলের,
রঞ্জিত কুন্ডু–বাঁকুড়া

আর এই অনুষ্ঠানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বিজেপির কতুলপুর মন্ডলে সংখ্যালঘু সভাপতি এরশাদ খান সহ একাধিক ব্যক্তির।
শুধু তাই নয়, যোগদানের পাশাপাশি এক ফোনে এমএলএ কে বলুন তিনটি মোবাইল নাম্বার দিয়েছেন কোতুলপুর বিধানসভার মানুষকে, বিধায়ক হরকলী প্রতিহার।
বিজয় সম্মেলনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্র যুব নেতা দেবাংশু ভট্টাচার্জ মন্ত্রী বিরবাহা হাসদা প্রতিমন্ত্রী জোসনা মান্ডি ও সুজাতা মন্ডল সহ জেলা সভাপতি ও কোতুলপুর বিধানসভার এম এল এ বিষ্ণুপুর এম এল এ তনময় ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
মাত্র দুদিন আগে বিজেপির বিজয়া সম্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মোহিনী মোহন ময়দানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার কাছে এসেও তিনি জনসভা করতে পারলেন না ।
কিন্তু কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলের যোগদান করা এমএলএ কে আক্রমণ করতে তিনি ছাড়েননি,
তিনি নাকি বালির টাকা ঠিক ঠাক পারছিলেন না তাই তিনি যোগদান করেছেন তৃণমূলে,এমনই তিনি মন্তব্য করেন সাথে তৃণমূলকেও একাধিক ভাষায় আক্রমণ করেন বিরোধী দলনেতা।
সেই আক্রমণের জল ঢালতে পাল্টা তৃণমূলের বিজয়া সম্মেলনে অনুষ্ঠান কোতুলপুর হাইস্কুল মাঠে। আর এই মাঠেই ছাত্র যুব নেতা দেবাংশুর মুখে বিরোধী দলনেতা সহ রাজ্য ও কেন্দ্রের একাধিক নেতাকে তীব্র ভাষায় আক্রমণ করেন, আক্রমণ করেন বিরবাহা হাস দাও সকলের মুখে একটাই নাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
একদিকে সদ্য দল বদলু নেতা হরকালি প্রতিহার ঠিক তেমনি জেলা সভাপতি থেকে জেলা সভানেত্রী সকলের মুখে, বিরোধী দলনেতাকে আক্রমণ করার পাশাপাশি বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ তাকেও আক্রমণ করতে ছারলেন না সকলে, সামনেই লোকসভার ভোট, আর বেশি দেরি নেই ,তারই মধ্যে একে অপরের পায়ে কাদা ছোড়াছুড়ি শুরু করে দিল বিজেপি তৃণমূল।
এখন দেখার বিষয়, বিজেপি তৃণমূলের নেতারা একে অপরের গাঁয়ে কাঁদাচূড়া ছুরি করলেও কাদের দৌড় কতটা বিধানসভার ভোট দেবতারা কাদের দলকে ভোট দিয়ে জেতায় সেই দিকে তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।

বাঁকুড়ার কোতুলপুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *