দুই পায়ের জাদু দেখিয়ে নজর কাড়লো বাঁকুড়ার জয়পুর সলদার মাঠে বাংলার অগ্নিকন্যারা।

Bangla circle news

গ্রাম বাংলার কন্যাশ্রী দের মাঠ মুখী করতে ও খেলায় উৎসাহ দিতে মহিলা ফুটবল পদর্শনী করে বাঁকুড়ার জয়পুর ব্লকের ফুটবলপ্রেমী দর্শকদের মন মুগ্ধ করে দিলেন সোলদা সমীজী স্পোটিং ক্লাব।

যে দুটি দল অংশগ্রহণ করেছিলেন কলিকাতা মহিলা স্পোর্টস একাডেমি
বনাম মেদিনীপুর জেলা সুপার মহিলা একাদস। কলকাতা মহিলা স্পোর্টস একাডেমী ৫-০ গোলে জয় লাভ করে মেদিনীপুর একাডেমির খেলোয়াড়েরা ভালো খেললেও তারা খালি হাতেই ফিরতে হয়।
এই দুটি দলেতেই রাজ্য ও জাতীয় স্তরের খেলোয়াড়েরা এই খেলায় অংশগ্রহণ করেছিলেন।
এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুর থানার এস আই কৃষ্ণ প্রসাদ মান্ডি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।
কোথায় বলে যে রাঁধে সে চুলও বাধে, মেয়েরাও যে কোন অংশে পিছিয়ে নেই তা প্রমাণ করে গেল বাঁকুড়ার জয়পুর সোলদার মাঠে। মাঠ ভর্তি দর্শকের উপস্থিতিতে দুটি দলই খুব সুন্দর খেলা দেখালেন ফুটবলপ্রেমী দর্শকদের।
দুটি দলেই অংশগ্রহণকারীদের মধ্যে অনেকেই স্কুল কলেজে পড়াশোনা করেন এ বছরে অনেক মহিলা ফুটবলারেরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দিতে চলেছে তাও তাদের উৎসাহ প্রচুর একদিকে পড়াশোনা চাপ অন্যদিকে সমান্তরাল ভাবে চালিয়ে যাচ্ছেন । আবার কোন মহিলা ফুটবলার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে সংসার ধর্ম করলেও তাদের খেলাতে কোনো খামতি নেই দুই পায়ের জাদু দেখিয়ে নজর কারলেন সকলের। এই খেলয়ারেরা রাজ্যের বিভিন্ন জেলায় খেলে এসেছেন । কি বলছেন সলদা স্বামীজি স্পোটিং ক্লাবের সভাপতি ও কলকাতা স্পোর্টস একাডেমির জাতীয় স্তরের খেলোয়ার ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *