আর মাত্র কয়েক ঘণ্টা পরেই টুসু পরবে মাতবে বাঁকুড়ার মানুষ, তার আগেই গ্রামেগঞ্জে চলছে জোর প্রস্তুতি।
আগামীকাল মকর সংক্রান্তি আর মকর স্নানের আগেই টুসূ পড়ব। আজ সারারাত ধরে গ্রামের মহিলারা এই টুসু দেবীকে পূজা করে সকালবেলায় পুকুরে বা নদীর জলে ভাসিয়ে দেবে ভেলা, আর সেই ভেলায় চেপে বিদায় নেবে টুসু।
এভাবেই চলে আসছে গ্রাম বাংলার বিশেষ করে বাঁকুড়ার টুসু পরব।
আজ পিঠে পড়ব, ঢেঁকিই ছাঁটা চালের গুড়া দিয়ে বিভিন্ন পদের পিঠে তৈরি করে থাকেন গ্রামের মহিলারা সারাদিন ধরেই চলে পিঠে খাওয়া উৎসব, যাকে আমরা পিঠে পরব বলে থাকি। এবং সারাদিন পিঠে খেয়ে থাকার পর সন্ধ্যার থেকে বিভিন্ন শ্লোকের টুসু গান গেয়ে মেতে উঠবেন মহিলারা আপনাদের শোনাবো। কি বলছেন শোনাবো আপনাদের।
আজ থেকেই টুসু পড়বে মেতে উঠলো বাঁকুড়ার গ্রাম বাংলার মানুষ।

Leave a Reply