কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উঁকি ঝুঁকি কে অপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব।
গান ফায়ার এর মধ্য দিয়ে শুরু হল ম্যারাথন দৌড় উদ্বোধন করলেন জয়পুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবজ্যোতি পাত্র। শুরু হলো সপ্তম তম জয়পুর মেলা। আজ সকালে, জয়পুর ব্লকের রাজগ্রাম বাস স্ট্যান্ড থেকে পুরুষ দের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা,ও বাঘা জোল বাস স্ট্যান্ড থেকে মহিলাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় শেষ হয় জয়পুর হাই স্কুল মাঠে।
আজ ২৫শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস সেই ভোটার দিবসে জয়পুর ব্লক প্রশাসনের জাতীয় ভোটার দিবস পালনে অভিনব উদ্যোগ দেখল জয়পুর ব্লকের মানুষ। হালকা আকাশী কালারের ড্রেস পড়ে শয়ে শয়ে পুরুষ ও মহিলারা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রথম হন আরামবাগের যুবক সাহেব অধিকারী প্রতিবছরই তিনি এই দৌড় প্রতিযোগিতায় ডাক পান অংশগ্রহণ করার জন্য। তিনি এসেছিলেন এবং প্রথম পুরস্কার জিতে নিয়ে যান।
মহিলা প্রথম হন কোতুলপুর ব্লকের সিয়াস শ্রীরামপুরের কন্যা বৃষ্টি সেন। পুরস্কার তুলে দেন জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি শার্ট, ৫০০০ টাকার চেক ও সাথে ট্রফি।
ও সাহেবের হাতে প্রথম পুরস্কার তুলে দেন জয়পুর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র।
তবে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় এক অন্য চিত্র ধরা পরল আমাদের ক্যামেরায় দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন জয়পুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি রামনারায়ণ পাল, উনাকে দীর্ঘ রাজগ্রাম থেকে জয়পুর পর্যন্ত দৌড়াতে দেখা যায় সাথে ছিলেন একাধিক কর্মীরা।
ওনার এই প্রতিভাকে কুর্নিশ জানান জয়পুর ব্লকের মানুষ যে সারাদিন অতি ব্যস্ত থাকার পরেও তিনি দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করে সকলকে দেখিয়ে দিলেন তিনি সারাদিন ব্লক সামাললেও কোন দিক দিয়ে তিনি কম যান না কোথায় বলে না যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন।
তেনার এই প্রতিভাকে দেখে ওনাকেও পুরস্কৃত করা হয় জয়পুর ব্লক এর পক্ষ থেকে।
কুয়াশাচ্ছন্ন সকালে হালকা রোদের উঁকি ঝুঁকি কে অপেক্ষা করে ম্যারাথন দৌড়ের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল জয়পুর উৎসব।

Leave a Reply