৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বি এস এ স্টেডিয়ামে।

Bangla circle news

৭৫ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার বি এস এ স্টেডিয়ামে।
৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে স্টেডিয়াম জুড়ে সাজো সাজো রব আজ সকাল থেকে, স্টেডিয়ামের উপচে পড়া দর্শকের ভিড়ে সকলের উপস্থিতিতে ঘড়ির কাটায় ঠিক নটার সময় ৭৫ তম প্রজাতন্ত্র দিবসের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবসের শুভ উদ্বোধন। উদ্বোধন করলেন বিষ্ণুপুর মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ, সাথে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর মহকুমার আরাধ্যক্ষ সুপ্রকাশ দাস, সাথে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের আইসি, অতনু সাঁতরা।
প্যারেড কমান্ডার বিশ্বনাথ শাহানা, সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা ট্রাফিক পুলিশ শহ পুলিশের একাধিক আধিকারিক ।
ভারতের জাতীয় সংগীতের পাশাপাশি তিন রাউন্ড গ্রান ফায়ার করাহয় তারপরেই চলে প্যারেড, প্যারেড শেষে একাধিক ব্লকের ট্যাবল পদর্শনী করা হয়। অভিবাদন বহন করেন বিষ্ণুপুর মহকুমা শাসক ও মহাকুমার পুলিশ আধিকার।
তারপরে চলে একাধিক স্কুলের ছেলেমেয়েদেরকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল থেকে এমনই দৃশ্য ধরা পরল আমাদের ক্যামেরায় দেখুন সেই ছবি।
আজকের দিনের এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বিষ্ণুপুর মহকুমা শাসক কি অভিবাসন দিলেন চলুন শোনাবো আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *