হেতীয়া গ্রামথেকে গত 4- দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জয়পুর কিষাণমন্ডিতে আগলে রেখে তার বাড়ির লোকের হাতে তুলে দিলেন জয়পুরের যুবকেরা।
জানা যায় গত কয়েকদিন ধরে বাড়ি থেকে বের হয়েছিলেন ঠাকুর মন্দির যাব বলে বের হন মানসিক ভারসাম্যহীন শীতল নন্দী, আর তারপর থেকেই খোঁজ পাচ্ছিল না বাড়ির লোক, গত তিনদিন ধরে নিখোঁজ থাকার পর গতকাল বাঁকুড়ার জয়পুর ব্লকের জয়পুর থানার হেতিয়া ফারির পুলিশের দ্বারস্থ হন বাড়ির লোক,সেই খবর আমাদের চ্যানেলের প্রতিনিধি রঞ্জিত কুন্ডুর কাছে খবর আসতেই খবর আসার সাথে সাথেই ওই ব্যক্তিকে চিহ্নিত করে হেতিয়া অঞ্চলের ভিলেজ পুলিশ সিদ্ধার্থ গাঙ্গুলীকে খবর দেয়া হয়। তিনি সাথে সাথেই তার বাড়ির লোককে খবর দেন আর খবর পাওয়া মাত্রই ছুটে আসেন বাঁকুড়ার জয়পুর কিষাণমন্ডিতে এবং তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্বন্ধি তিনি বলেন মাঝেমধ্যেই তার মাথার প্রবলেম দেখা দেয় দীর্ঘদিন ধরে সমস্যা। এই সমস্যা সব সময়ের জন্য নয়, মাথার প্রবলেম দেখা দিলেই হেতিয়া বাজারে ঘুরে বেড়ান। আবারো বাড়ি চলে আসে এই সমস্যা ওনার একার নন স্ত্রী মেয়ে সহ সকলের মানসিক ভারসাম্যহীন বলেই তিনি জানান। আবারও তার জামাইবাবুকে ফিরে পেয়ে ধন্যবাদ জানান হেতিয়া অঞ্চলের ভিলেজ পুলিশ সিদ্ধার্থ কে ও এলাকার মানুষকে যারা খবর দিয়েছিলেন সকলকে।
কি বলছেন ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সম্বন্ধি চিত্তরঞ্জন চৌধুরী চলুন সোনাব আপনাদের।
বাঁকুড়ার জয়পুর থেকে রঞ্জিত কুন্ডুর রিপোর্ট বাংলা সার্কেল নিউজ।
মন্দিরে পূজা দিতে বেরিয়ে 4-5 দিন ধরে নিখোঁজ হয়ে যাওয়া হেতিয়ার ব্যক্তিকে ফিরিয়ে দিলেন জয়পুরের যুবকেরা।

Leave a Reply