দুর্গাপুরের রাস্তায় বসে রয়েছে বাগরোল ধরতে গিয়ে কামড় দিলো দুই যুবকে।

Bangla circle news

দিব্যি রাস্তায় বসে রয়েছে বাগরোল অসুস্থ ভেবে ধরতে গিয়ে কামড় দিল দুজনকে,
হ্যাঁ ঠিকই শুনছেন।
দুর্গাপুরের রাস্তায় বসে বাগরোল। অসুস্থ ভেবে অনেকে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছ থেকে দেখলেও বাগরোল।
অনেকে ভেবেছিলেন অসুস্থ আর অসুস্থ ভেবে উদ্ধার করতে এসে বাগরলের কামড়ে আক্রান্ত হতে হল বনদপ্তরের কর্মীকে,
আক্রান্ত হলো আরও এক স্থানীয় যুবক। হইচই পড়ে গেল এলাকা জুড়ে। বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের সিটি সেন্টার লাগোয়া কলাবাগান বস্তি হয়ে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার ঘটনা ।। বাইক এবং চারচাকা থামিয়ে এই বন্যপ্রাণীকে দেখতে ভিড় জমান অনেকে। স্থানীয়রাও ভিড় জমান। খবর দেওয়া হয় দুর্গাপুর বনবিভাগে।
বনদপ্তরের কর্মীরা জাল ফেলে বাগরোলটিকে ধরার চেষ্টা করে। তখনই বনদপ্তরের কর্মী পঙ্কজ রায়ের হাতে কামড় বসায় ওই বাগরোলটি। ধরানো নখে যখন হয় স্থানীয় এক যুবক রাহুল বাউড়িও। প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় বনদপ্তরের জালে ধরা পড়ে।
বনদপ্তরের কর্মী পঙ্কজ রায় বলেন,”এই জঙ্গলে বিলুপ্তপ্রায় বহু বন্যপ্রাণী রয়েছে। তাঁরা খবর পেয়ে বাগরোলটিকে উদ্ধার করতে আসেন। উদ্ধার করতে গিয়ে তিনি এবং স্থানীয় এক যুবক জখম হন বাঘরোলের কামড়ে এবং ধারালো নখে। কোনক্রমে উদ্ধার করে বনবিভাগে নিয়ে যান। বাঘরোলটি অসুস্থ কিনা শারীরিক পরীক্ষা করে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

কাজী আমীরুল ইসলামের রিপোর্ট।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *