বাঁকুড়ায় বার বার হাতির হামলা। এবার হাতির হামলায় ভাঙলো পাকা বাড়ি সহ মাটির বাড়ি

Bangla circle news

বাঁকুড়ায় বার বার হাতির হামলা। এবার হাতির হামলায় ভাঙলো পাকা বাড়ি সহ মাটির বাড়ি, তবে হতাহতের কোন খবর নেই।

আবারো হাতির দলের তাণ্ডব বাঁকুড়ার বড়জোড়ার গ্রামে,। বারবার হাতির তাণ্ডবে অতিষ্ঠ গ্রামবাসীরা। ঘুম নেই জঙ্গল লাগোয়া একাধিক গ্রামের মানুষদের।

আবারো বৃহস্পতিবার রাতে ৫টি হাতির একটি দল খাঁড়ারী গ্রাম পঞ্চায়েতের লালবাজার গ্রামে হামলা চালায়। গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে হাতির আক্রমনে একটি কাঁচা বাড়ি সহ একটি পাকা পাঁচিল হাতির দলটি ভেঙে ফেলে ।
এই ঘটনায় রীতিমত আতঙ্কিত গ্রামবাসীরা ।
রাতভর ঘুম নেই গ্রামবাসীদের গ্রামের মানুষরা সম্মিলিত হয়ে হাতির দলটিকে জঙ্গলে পাঠান।। বন আধিকারিক ঋত্বিক দে জানিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে ।
তবে প্রশ্ন উঠছে এ হাতির আক্রমণ নিয়ে। বারবার কেন ফরেস্টের চোখ কে ফাঁকি দিয়ে গ্রামের ভিতরে হাতির দল প্রবেশ করছে এবং বারবার ক্ষয় ক্ষতি করছে কেন আগলে রাখতে পারছে না বনদপ্তর।
তবে এলাকার মানুষের দাবি জঙ্গলের ভিতরে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে পারছে না এই হাতির দল। তাই বারবার এই হাতির দল গ্রামের দিকে প্রবেশ করছে খাবারের সন্ধানে। এবং বনদপ্তরের গাফিলতিতে বার বার সর্বস্বান্ত হচ্ছেন গ্রামবাসীরা কারোর ঘর ভাঙছে কারোর ফসল নষ্ট করে দিচ্ছে ওর হাতির হানায় অনেকের প্রাণও যাচ্ছে তারা ঠিকঠাক নজরদারি না করার জন্যই। তবে এই মুহূর্তে বন দফতর সূত্রে খবর বাঁকুড়ার বড়জোড়া রেঞ্জে বড়জোড়াতে হাতির সংখ্যা -৪টি,দক্ষিণ সরাগড়া-২০টি,উত্তর সরাগড়া-২টি,জি.ঘাঁটি বড়জুড়ি-২টি,রাধানগর ইচ্ছারিয়া-১৪টি,বেলিয়াতো শালুকা-২টি,কাঁটাবেন্স-২টি, লাদুনীয়া-১৭টি,সোনামুখী গোঁসাইবাঁধ-৫টি,হাতি ইতিমধ্যে রয়েছে।
চলুন কি বলছেন গ্রামের মানুষ শোনাবো আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *