পশ্চিম মেদিনীপুরের পঠ চিত্র শিল্পকে তুলে ধরতে সরস্বতী পূজার থিম দেখুন।

Bangla circle news

এবছরের সরস্বতী পুজোতেও থিমের ছড়াছড়ি, পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পটচিত্র শিল্প কে তুলে ধরতে এই বছরে পূজার থিম পটচিত্র ।

পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের কেশিয়াড়ি টাইগার শঙ্খের পরিচালনায় এই বছরের সরস্বতী পূজার প্রস্তুতি তুঙ্গে এই বছরে তাদের থিম পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত পটচিত্র শিল্প ও তার সাথে থাকছে অপরূপ আলোর সজ্জার এক ঝলক। এই পূজা একটি একটি করে বছর পেরিয়ে ৩১ তম বছরে পদার্পণ করল। প্রতিবছরই তারা তাদের যথাসম্ভব প্রচেষ্টার মাধ্যমে এই এলাকার সর্বোত্তম পুজো প্যান্ডেল ও আলোকসজ্জা করেথাকেন এই বছরও তার ব্যতিক্রম হয়নি।
সরস্বতী পূজোর দিনে প্যান্ডেলের উদ্বোধন হবে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে।
এছাড়াও সরস্বতী পুজোর কয়েকদিন বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন প্রসাদ বিতরণ বিভিন্ন রকমের প্রতিযোগিতার আয়োজন করেছেন। এই পুজো দেখার জন্য পাশাপাশি এলাকার সাথে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় করেন পুজা মন্ডপে এই আনন্দের অংশীদার হওয়ার জন্য।
এই পূজার থিম পটচিত্র কেন?তাদের এই পরিকল্পনার কারন কি বলছেন এ পূজা কমিটির মানুষ চলুন শোনাবো আপনাদের।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *