অন্ধকারে জ্বলজ্বল করছে চোখ তাহলে কি ভূত?

নিম্নচাপের জেরে দিন ভর চলেছে বৃষ্টি, রাত্রিবেলাও চলছে ঝমঝমিয়ে বৃষ্টি তার সাথে ব্যাঙের ডাক। আর ব্যাঙের ডাকের শব্দের ছবি তুলতে গিয়ে চক্ষু চরম গাছ। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার নাইট ফোনের নাইট মুডে ছবি তুলতে গিয়ে ছবি দেখেই চক্ষু চরক গাছ, ছবিতে দেখা যাচ্ছে জ্বলজ্বল করছে চোখের মত দেখতে কি এটা? টর্চ লাইট টিপতেই কোন কিছুই দেখতে পাওয়া যায় না তবে লাইট অফ করলেই জ্বলজ্বল করছে চোখের মত কোন জিনিস ভূত নয় তো? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে তবে যাই হোক ভূত বলে যে কিছুই নেই এটাও যেমন অবিশ্বাস করার জায়গা নেই আবার বিশ্বাসের ও জায়গা নেই কোথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমরা তর্কে যাচ্ছি না। আমাদের প্রশ্ন কি হতে পারে। গতকাল বাঁকুড়ার জয়পুর ব্লকের সুজারগর সংলগ্ন প্যানেল পার এলাকায় এই ছবি ধরা পড়ে আমাদের ক্যামেরায়। অবশ্যই কমেন্ট করে জানান।

Leave a Reply