
পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা গোঘাটের খাটুলে। ডাম্পারের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়। ঘটনায় আরও ৫ জন গুরুতর জখম হয়েছেন। এরপরই এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি আরামবাগ-কোতুলপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষ। স্থানীয় মহিলারাও অবরোধে শামিল হন। খবর পেয়ে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় উত্তেজিত জনতার। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

জানা গেছে, কোতুলপুরের দিক থেকে ট্রাক্টরে ৬ জন আসছিল। ডাম্পারটি আরামবাগের দিক থেকে কোতুলপুরের দিকে যাচ্ছিল। খাটুল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টর উল্টে গিয়ে ৬ জনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জখমদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবরোধের জেরে রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
বাইট- ১) গুড্ডি নন্দী( স্থানীয় বাসিন্দা)
২) জয়দেব মণ্ডল(স্থানীয় বাসিন্দা)
Leave a Reply