বুনো হাতির আক্রমণে মর্মান্তিক ঘটনা প্রাণ হারালো একই পরিবারের তিন সদস্য। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা পথ অবরোধ।

Bangla circle news

বুনো হাতির আক্রমণে মর্মান্তিক ঘটনা প্রাণ হারালো একই পরিবারের তিন সদস্য।

গভীর রাতে বুনো হাতির হানায় একই পরিবারের তিনজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাড়ির উঠোনে দাঁতালের পায়ে পিষ্ঠ হয়েছেন ৩৬ দিনের কোলের শিশুকন্যা সহ বৃদ্ধা মা এবং যুবক ছেলে। শুক্রবার রাত একটা নাগাদ ঘটনাটি ঘটে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের কুঞ্জ নগরের সভাপতি মোড় এলাকায়। সে সময় এলাকায় লোডশেডিং এর কারণে বিদ্যুৎ ছিলনা বলেই জানাগিয়েছে। ঘরের বাইরে শব্দ শুনে বাইরে বের হন ৩২ বছর বয়সী মনোজ দাস, কিছু বুঝে ওঠার আগেই তাকে পিষে মারে দাঁতাল হাতি। পেছন পেছন বৃদ্ধা মা মাখন রাণি দাস তাঁর একরত্তির নাতনি মানসীকে কোলে নিয়ে ঘরের বাইরে পা রাখা মাত্রই উঠোনে দাঁড়িয়ে থাকা দাঁতাল হাতিটি তাঁকেও পিষে দেয়, সঙ্গে মৃত্যু হয় কোলে থাকা ৩৬ দিনের শিশুকন্যা মানসীর। শনিবার দিনের আলো ফুটতেই বনদপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোত তুলে সরব হন এলাকার বাসিন্দারা। রাস্তায় টায়ার জ্বালিয়ে ও বাঁশ ফেলে দফায় দফায় শুরু হয় পথ অবরোধ।
নিমাই চাঁদ, আলিপুরদুয়ার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *