রাতের অন্ধকারে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী, আটক ১২ চাকার বালি বোঝাই লরি,

Bangla circle news

রাতের অন্ধকারে অবৈধভাবে বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে এক পাচারকারী, আটক ১২ চাকার বালি বোঝাই লরি,

ইন্দাস, বাঁকুড়া:- বাঁকুড়া জেলার ইন্দাস থানার খোশবাগ সংলগ্ন এলাকায় এই অবৈধ বালি বোঝায় লরিটিকে আটক করে পুলিশ। জানা যায় রাতের অন্ধকারে বাঁকুড়ার দিক থেকে কলকাতার দিকে একটি ১২ চাকার লরি বালি বোঝাই করে যাচ্ছিল। খোশবাগ সংলগ্ন এলাকায় ইন্দাস থানার পুলিশ বালি বোঝাই লরিটিকে দাঁড় করিয়ে বৈধ-নথি দেখতে গেলে চালক কোনরকম বালি পরিবহনের বৈধ নথি দেখাতে পারেনি। এরপরেই বালি বোঝাই ওই লরিটিকে আটক করে ইন্দাস থানার পুলিশ।

ঘটনার পরিপ্রেক্ষিতে অবৈধভাবে বালি পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয় ওই গাড়ির চালককে। পুলিশ সূত্রে জানতে পারা যায়, গাড়ি চালকের নাম বিকাশ পোড়েল বাড়ি আরামবাগ থানা এলাকায়। আজ অভিযুক্ত কে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয় ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে। তবে কিভাবে এই অবৈধ বালি পাচার হচ্ছে সে বিষয় নিয়ে তৎপর ইন্দাস থানার পুলিশ। পুলিশের দাবি কোনরকম অবৈধভাবে বালি পাচার করতে দেওয়া যাবে না। কেউ যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে তাদের বিরুদ্ধে করা ভাবে এবং আইনানক ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *