Jamaisashthi Puja Rules: এই সাদা রঙের জিনিস ৬ টা নিবেদন করুন মা ষষ্ঠীর প্রসাদে! সুখ শান্তি সৌভাগ্য টাকার প্লাবনে ভরে থাকবে মেয়ে জামাইয়ের সংসার

Bangla circle news

Jamaisashthi Puja Rules:অরণ্যষষ্ঠীতে সন্তান সন্ততির সঙ্গে মঙ্গলকামনা করা হয় পরিবারের জামাইয়েরও। ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সকলের সঙ্গে তাঁকেও দেওয়া হয় তালপাতার শীতল বাতাসজামাইষষ্ঠীতে পুজোর থালা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণজামাইষষ্ঠীতে পুজোর থালা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণবাঙালির বারো মাসে তেরো ষষ্ঠী পালিত হয় মাসের শুক্ল পক্ষে। জ্যৈষ্ঠ মাসের অরণ্যষষ্ঠী বেশি পরিচিত জামাইষষ্ঠী নামে।

অরণ্যষষ্ঠীতে সন্তান সন্ততির সঙ্গে মঙ্গলকামনা করা হয় পরিবারের জামাইয়েরও। ষষ্ঠীর থানে পুজো দেওয়ার পর সকলের সঙ্গে তাঁকেও দেওয়া হয় তালপাতার শীতল বাতাস। হাতে বেঁধে দেওয়া হয় মাঙ্গলিক সুতো। বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম।জামাইষষ্ঠীতে পুজোর থালা সাজানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবারে একে ষষ্ঠীর বাটা-ও বলা হয়। কিছু পরিবারে বলা হয় ঝুড়ি। পারিবারিক রীতি মেনে বাঁশের ঝুড়ি বা কাঁসার থালা বা কাঠের পাত্রে সাজানো হয় ষষ্ঠীপুজোর ডালা। তার প্রধান উপকরণ ফল। মরশুমি নানা ফলের মধ্যে বৃন্ত-সহ করমচা ও বৃন্ত-সহ খেজুর রাখতেই হবে ডালায়। এছাড়া সিঁদুরের ফোঁটা সমেত ৬ টি কাঁঠালি কলা রাখুন ডালায়। প্রধান উপকরণের মধ্যে পড়ে ৬ টি পান, ৬ টা সুপারি। ফলের পরে ষষ্ঠীর ডালায় গুরুত্বপূর্ণ হল ক্ষীরের নাড়ু। মা ষষ্ঠীর উদ্দেশে নিবেদন করুন ৬ টি ক্ষীরের নাড়ু ও দই। অনেক বাড়িতে ক্ষীরের বিড়ালিনীও তৈরি করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *