দুই জামাইকে নিয়ে নৌকায় চড়ে এক অভিনব জামাই বরন শাশুড়ীর।

দুই জামাইকে নিয়ে নৌকা বিহার করে অভিনব জামাই বরন করে চমক দিলেন বাঁকুড়ার শাশুড়ি। সমুদ্রবাঁধের সুবিশাল জলাধারে নৌকার মধ্যেই উলুধ্বনির মধ্যেই চলল জামাইকে বরন মিষ্টিমুখের পর্ব। আজ জামাই ষষ্ঠী তাই জামাইদের স্পেশাল ডে তাই স্পেশাল আয়োজন। বাঁকুড়ার জয়পুরে ঘুরতে এসে সমুদ্র বাঁধের জলে নৌকা বিহার করে জামাই বরন উতসবে মাতলেন বাঁকুড়ার কুশদ্বীপের এক শাশুড়ি।

সাতসকালেই জয়পুরের সমুদ্রবাঁধের জলে নৌকায় চড়ে ঘুরতে ঘুরতে উলুধ্বনির মধ্য দিয়ে ধান দুর্বা দিয়ে জামাইদের আশীর্বাদ করে মিষ্টি মুখের মধ্য দিয়ে দুই জামাইকে নিয়ে জামাই ষষ্ঠী পালন করে অভিনব চমক দিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের কুশদ্বীপের মৌসুমী ব্যানার্জী নামে এক শাশুড়ি।

বাঁকুড়ার জয়পুর ইতিহাস ও প্রকৃতির এক অনন্য ঠিকানা। এবার জামাইষষ্ঠীতে সেই ঠিকানা বেছে নেন বাঁকুড়ার কুশদ্বীপের বাসিন্দা মৌসুমী ব্যানার্জী। দুই জামাইকে কে নিয়ে ইতিহাসের প্রসিদ্ধ জয়পুরের সুন্দর প্রকৃতির কোলে। ইতিহাস বিজড়িত সমুদ্র বাঁধের জলে নৌকা বিহার করে এমন বিশেষ দিনে জামাইদের বিশেষ খাতির করবেন এমন ভাবনা নিয়ে হাজির হয়েছিলেন তিনি ও তার পরিবার। সাত সকালে নৌকায় চড়ে সমুদ্রবাঁধের ঐতিহাসিক ছোট্ট ছোট্ট ঢেউ আর শীতল হাওয়াকে উপভোগ করতে করতে জামাইদের অভিনব ভাবে চন্দনের ফোঁটা আর ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করে জামাই বরন করলেন দুই শ্বাশুড়ি। নৌকার মধ্যে উলুধ্বনি দিলেন তাদের মেয়েরা। নৌকার মধ্যেই ছিল সকালে জলখাবারের বিশেষ আয়োজন। রকমারি মিষ্টি আর আম্রপালি আম দিয়ে জামাইদের বেশ খাতির করলেন শ্বাশুড়ি। ব্যানার্জী পরিবারের দুই জামাই এমন পরিবেশে জামাই বরনে যেন জামাই ষষ্ঠী একেবারেই সামথিং স্পেশাল।
ওয়াক থ্রু পিটুসি
বাইট মৌসুমী ব্যানার্জী ( শাশুড়ী)
চন্দন ব্যানার্জী ( বড় জামাই)
সৌমাভ গাঙ্গলী ( ছোট জামাই)
Leave a Reply