
Published by:তন্ময় পাত্র
বাংলা সার্কলে নিউজ
Last Updated:June 01, 2025 6:55 PM IST

রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি এই বছর দুর্দান্ত ফর্মে আছে। তারা মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫ এর ফাইনালে খেলবে।নয়াদিল্লি : অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার ২৯ মে ২০১৬ তারিখে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সানরাইজার্স হায়দরাবাদকে আইপিএল খেতাব জিতিয়েছিলেন। তিনি এই বছর আইপিএল খেতাব জেতার জন্য বেঙ্গালুরুকে প্রবল দাবিদার বলেছেন।রজত পাতিদারের নেতৃত্বাধীন আরসিবি এই বছর দুর্দান্ত ফর্মে আছে। তারা মঙ্গলবার (৩ জুন) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আইপিএল ২০২৫ এর ফাইনালে খেলবে। তবে তাদের প্রতিপক্ষ কে হবে তা আজ নির্ধারিত হবে।একজন ফ্যান ওয়ার্নারকে এক্স-এ জিজ্ঞাসা করেছিলেন, ডেভিড, আপনি কি মনে করেন টাটা আইপিএল ২০২৫ এর চ্যাম্পিয়ন কে হবে? উত্তরে তিনি লিখেছিলেন, “আমার মনে হয় আরসিবি। জশ হেজলউড ম্যান অফ দ্য ম্যাচ হবেন।” আরসিবি বৃহস্পতিবার (২৯ মে) মুল্লানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে খেলা প্রথম কোয়ালিফায়ারে পঞ্জাব কিংসকে (৮ উইকেটে) হারিয়ে ফাইনালে জায়গা পাকা করেছিল। এই বছর আইপিএলে আরসিবির দুর্দান্ত পারফরম্যান্সে হেজলউডের বড় ভূমিকা ছিল।

Leave a Reply