রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থাকায় পুলিশের ভয়ে দ্রুত গতিতে পালাতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেল ফল বোঝায় অটোচালকের।
আপনাদের আরো একবার জানিয়ে রাখি, দ্রুত গতিতে পুলিশের ভয়ে পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে ফল বোঝায় অটো, ঘটনায় মৃত অটোচালক, পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে পথ অবরোধ করল স্থানীয় মানুষজন।

স্থানীয় সূত্রে খবর বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ের দিক থেকে একটি ফল বোঝাই অটো ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে বাঁকুড়ার দিকে বেপরোয়া গতিতে যাচ্ছিল। আর যেতে গিয়ে ধলডাঙ্গা থেকে কিছুটা এগোতেই পুলিশ রাস্তায় দাঁড়িয়ে থাকায় অটো চালক আরো গতিবেগ বাড়িয়ে দেয়।
আর তাতেই এক্তেশ্বর সেতু সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি সামনে থাকা চলন্ত একটি লরিকে পিছন থেকে ধাক্কা দিয়ে সামনের অপর একটি চলন্ত লরির উপর উল্টে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় ফল বোঝাই অটোর চালকের। এরপরই স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে তোলাবাজির অভিযোগ তুলে দুর্ঘটনাস্থলে অবরোধ শুরু করেন।
বেশ কিছুক্ষণ অবরোধ চলার পর অবশেষে বাঁকুড়া সদর থানার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধারের পাশাপাশি অবরোধ তুলে দেয়।
স্থানীয়রা কি জানাচ্ছেন শোনাবো আপনাদের।
Leave a Reply