
স্কুল খোলার পরে ডে স্কুলের পরিবর্তে ফের মর্নিং স্কুল করার নির্দেশিকা জারি করল বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ।
গরমের ছুটির পর স্কুল খোলে গতকাল সোমবার। স্কুল শুরু হয় সকাল সাড়ে ১০ টা থেকে। ফের গতাকালই বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ নির্দেশিকা জারি করে জানায়। আগামী ৪ঠা জুন থেকে ডে নয় স্কুল হবে মর্নিং। বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের অন্তর্ভূক্ত প্রাথমিক ও জুনিয়ার বেসিক স্কুলের প্রধান শিক্ষকদের মনিং স্কুল চালানোর নির্দেশিকা পাঠানো হয়েছে।

জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যান শ্যামল সাঁতরা সামাজিক মাধ্যমে সেই নির্দেশিকা পোস্ট করেছেন। কি কারনে ডে এর পরিবর্তে মর্নিং তা নির্দেশিকাতে পরিষ্কার নয়। তবে জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ সূত্রে জানা গেছে অত্যধিক গরমে ছোট ছোট পড়ুয়াদের যাতে অসুবিধা না হয় সেই দিক মাথায় রেখেই ডে স্কুলের পরিবর্তে মর্নিং স্কুল করা হয়েছে।
আগামী কাল থেকেই ফের শুরু হচ্ছে মর্নিং। স্কুলের অভিভাবক ও পড়ুয়াদের কাছেও সেই বার্তা পৌঁছে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। বাঁকুড়ার গরম যেভাবে বাড়ছে তাতে ডে এর পরিবর্তে মর্নিং করায় খুশি অভিভাবকরাও।

বাইট উজ্জ্বল কুমার পরামানিক ( প্রধান শিক্ষক, জয়পুর প্রাথমিক বিদ্যালয়)
বাইট টিনা রায় ( অভিভাবক)

Leave a Reply