
Published by:তন্ময় পাত্রবাংলা সার্কেল নিউজLast Updated:June 04, 2025 7:45 PM ISTআনন্দের মুহূর্ত বদলে গেল মৃত্যুর কালো ছায়ায়, চিন্নাস্বামীতে ভয়ঙ্কর পদপিষ্টবেঙ্গালুরু: আনন্দ দীর্ঘস্থায়ী হল না৷ RCB-র আইপিএল ট্রফি জয়ের উন্মাদনায় ভেসে লক্ষ লক্ষ ফ্যান হাজির হয়েছিলেন বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে৷ সেখানেই সেলিব্রেশনের সময় বড় দুর্ঘটনা! ২০ জন আহত, ১ জনের মৃত্যু৷বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে ফ্যানদের সংখ্যা প্রত্যাশার চেয়েও বহু বেশি হওয়াতে শুরু হয় হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি৷ এরই জেরে বড় দুর্ঘটনা ঘটেছে। পদপিষ্ট হয়ে ২০ জন আহত হয়েছেন এবং ৭ জন মারা গেছেন বলে রিপোর্ট করা হয়েছে।

পাশাপাশি আশঙ্কাজনক বহু৷আহত এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ১৮ বছর পর, অবশেষে আরসিবি আইপিএল কাপ জিতেছে। এবারের ফাইনালের আগে থেকেই জোরদার হচ্ছিল তাঁদের ট্যাগলাইন, ই সালা কাপ নামদে- এবারের কাপ আমাদের৷ এই স্লোগানেই চারদিক মুখরিত হয়েছিল বুধবার চিন্নাস্বামী স্টেডিয়াম৷ সেখানের আনন্দের মুহূর্ত, একটু ক্ষণের মধ্যেই পরিণত হয় আর্ত চিৎকারে৷

৩ জুন, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আরসিবি এবং পঞ্জাব কিংসের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এই উত্তেজনাপূর্ণ আইপিএল ফাইনাল ম্যাচে RCB ৬ রানের ব্যবধানে জয়লাভ করে। এরপর বুধবারই RCB দল কাপ নিয়ে বেঙ্গালুরুতে পৌঁছয়। আর রাজ্য সরকারের তরফ থেকে RCB খেলোয়াড়দেরও জমকালো স্বাগত জানানো হয়। আর বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়েছিলেন। কিন্তু এই উদযাপন সত্ত্বেও, এখন একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে।
Leave a Reply