অবশেষে পাঁচ বছর পর গ্রেপ্তার কোতুলপুর টাওয়ার প্রতারণা কেসের আসামি চন্দন পাকড়াশি

Bangla circle news

অবশেষে পাঁচ বছর পর গ্রেপ্তার কোতুলপুর টাওয়ার প্রতারণা কেসের আসামি চন্দন পাকড়াশি !

ঘটনাটা ২০১৯ সালের; টাওয়ার বসানোর নাম করে কোতুলপুরের বাসিন্দা অমিতাভ পাত্রের কাছ থেকে প্রায় চার লাখেরও বেশি টাকা চিটিং এর মাধ্যমে আত্মসাৎ করে কিছু অসাধু ব্যক্তি।

তিনি প্রতারিত হয়েছেন, তা জানতে পেরে অবশেষে বাঁকুড়ার কোতুলপুর থানার পুলিশের দারত্ব হন অমিতাভবাবু,২০২৪ সালের মার্চ মাসে অভিযোগ দায়ের করেন কোতুলপুর থানায়।
নির্দিষ্ট ধারায় একটি চিটিং কেস রুজু করে কোতুলপুর থানার পুলিশ। তদন্তে উঠে আসে জনৈক চন্দন পাকড়াশি এই ফ্রড টাওয়ার কোম্পানির মালিক। কিন্তু দীর্ঘদিন ধরেই এই চন্দন পাকড়াশি টাকা আত্মসাৎ করে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। দীর্ঘ পাঁচ বছর পর অবশেষে তদন্তকারী অফিসার সোর্স ইনফরমেশন এবং ডিজিটাল এভিডেন্স কে কাজে লাগিয়ে গত দুই মাস ধরে বারংবার রেইড করে শেষমেষ বারাসাত থানা এলাকা থেকে টাওয়ার কেসের পান্ডা, অভিযুক্ত চন্দন পাকড়াশিকে গ্রেফতার করেন এবং নিয়ে আসেন কোতুলপুর থানায়।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী চন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ২২ টি রও বেশি কেসে জড়িত রয়েছে এবং অধিকাংশ কেসেই সে পলাতক অবস্থায় রয়েছে। আজ অভিযুক্ত কে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হলে মহামান্য আদালত ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
এবং কোতুলপুর থানার পুলিশ এই অভিযুক্ত ব্যক্তি কে জিজ্ঞাসাবাদ করে আর কারা কারা এই কেসের যুক্ত রয়েছে তা সম্পূর্ণ তদন্ত করবেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *