দেশ-বিদেশী আম জোড়াই হাইস্কুলের শিক্ষকের উঠোনে।

শিক্ষকতার পাশাপাশি নিজের অবসর সময় কাটে আম বাগানে। ২০২১ সাল থেকে স্ত্রী এবং মেয়ের অনুপেরনায় কলম চারার মাধ্যমে বাড়ির উঠোনে আস্ত একটি আম বাগান তৈরি করে এলাকায় সাড়া ফেলে দিয়েছেন কোচবিহার জেলার জোড়াই উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

প্রায় পনেরো ডেসিমেল জমিতে ১৪ প্রজাতির দেশ, বিদেশি আমের ফলন হয়েছে ছোট্ট বাগান টিতে। কোন কোন গাছে আমের সংখ্যা শতাধিক বলে জানাগিয়েছে।একেবারে নিজের হাতে তৈরি জৌব সাড়ে আমের ফলন হয়েছে নজরকাড়া। আম গাছের আশেপাশে মাছি যেন ঘেষতে না পারে সে কারণে বিজ্ঞান সন্মত ভাবে তৈরি করা হয়েছে নিরাপত্তার ব্যবস্থা।

প্রতিকূল পরিবেশে আম বাগানটিতে ভারতীয় প্রজাতির আম্রপলি,অরুনিকা, পুশাসুরিয়া আম যেমন রয়েছে তেমনি জাপানের মিয়াজাকি, থাইলেন্ডের বেনেনা মেঙ্গ, কাটিমন, সাউথ আফিকার ফোর কেজি মেঙ্গ, বাংলা দেশের গৌড়মতি সহ মোট ১৪ প্রজাতির আমের ফলনে ভরে উঠেছে বাগানটি। যা দেখতে পরিচিতরা মাঝে মধ্যেই ভিড় করে উত্তম বাবুর বাড়িতে।
আর এতেই আনন্দ নেন জোড়াই উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। আমের পাশাপাশি বাগানে জায়গা পেয়েছে মাল্টা, কামরাঙা, লংগানের মত ফলের গাছ গুলিও।
নিমাই চাঁদ কুমারগ্রাম,আলিপুরদুয়ার।
Leave a Reply