নেশা করে কুয়োতে ঝাঁপ,উদ্ধার কাজ দেখতে ভিড় উৎসাহী জনতার।

নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে অশান্তি করে কুয়োতে ঝাঁপ দিল এক ব্যাক্তি। ঐ ব্যাক্তি পেশায় টোট চালক। তবে কুয়োয় জল না থাকায় প্রাণে বেঁচে যান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় এমন ঘটনায় রিতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের বারবিশা শালবাগান এলাকায়। পরিবারের লোকজনের অভিযোগ, পেশায় টোটোচালক বিশ্বজিৎ চক্রবর্তী মাঝেমধ্যেই বাড়িতে ঝামেলা করেন।

ছোট ছোট কারণেই অশান্তি করে বাড়িতে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করতেও ছাড়েন না তিনি। তার এমন কাজে বাড়ির আত্মীয় স্বজনার থেকে শুরুকরে অতিষ্ঠ হয় পাড়াপড়শীরাও। এদিন সন্ধ্যায় এমন ঘটনা ঘটলে খবর দেওয়া হয় বারবিশা দমকল কেন্দ্রে। দমকল কর্মী এবং বারবিশা ফাঁড়ির পুলিশ এসে পৌচ্ছায় ঘটনাস্থলে।

শুরু হয় উদ্ধার কাজ। কুয়ো থেকে কীভাবে একজন মানুষকে উদ্ধার করা হচ্ছে সেটা দেখতে উৎসাহী প্রচুর মানুষ ভিড় করেন ঐ বাড়িতে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে পাঠিয়ে দেয় বারবিশা ফাঁড়ির পুলিশ।
নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।


Leave a Reply