
AFP News এজেন্সির সূত্রে খবর মৃত্যু শীর্ষ সেনাকর্তার। ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল নয়া দিল্লি।
ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড চিফ হোসেইন সালামির

সরকারি বিল্ডিং, সামরিক এবং পরমাণু ঘাঁটি লক্ষ্য করে পরপর হামলা চালাল ইজরায়েল। ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের সেনাবাহিনী (রেভলিউশনারি গার্ড)-র কমান্ডার হোসেন সালামির। ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফেই এই খবর জানা গিয়েছে। এএফপি নিউস এজেন্সি সূত্রে খবর, ইজরায়েলি হামলায় মৃত্যু হয়েছে ইরানের রেভোলিউশনারি গার্ড চিফ হোসেইন সালামির।
পাল্টা হামলার আশঙ্কায় ইতিমধ্যেই ইজ়রায়েলে ‘স্টেট অফ ইমার্জেন্সি’ বা জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইসিং লায়ন’ শুরু করেছে। এই উদ্বেগের পরিস্থিতিতে, ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে ভারতীয় দূতাবাস।

সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-পার্শ্ববর্তী আরব-দেশগুলি থেকে ফিরিয়ে নেন আমেরিকার কর্মীদের। তারপর থেকেই ইজরায়েলের ইরানের উপর হামলা চালানোর সম্ভাবনা জোরদার হয়।
ইজরায়েলের ভারতীয় দূতাবাস বিবৃতি জারি করে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ইজরায়েলে থাকা সমস্ত ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার এবং ইজরায়েলি কর্তৃপক্ষ এবং হোম ফ্রন্ট কমান্ডের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
ইরান-ইজরায়েল, একে অপরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরেই বিশ্ব জুড়ে আশঙ্কা পরিস্থিতি তৈরি হয়। দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ কতটা ভয়ানক রূপ নিতে পারে সেই আশঙ্কায় তাকিয়ে সারা বিশ্ব।যদিও অল্প সময়েই নিয়ন্ত্রণেও আসে যাবতীয় পরিস্থিতি, কিন্তু তাতেও উদ্বেগ কমেছে না।

Leave a Reply