আকাশপথে ফের দুর্ঘটনা! আজ ভোরে কেদারনাথ যাত্রার পথে ভেঙে পড়ল হেলিকপ্টার! ৭ জনের মৃত্যুর আশঙ্কা।
উত্তরাখণ্ডে চলছে চারধাম যাত্রা। এই যাত্রার মাঝেই রবিবার সকালে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটল কেদারনাথ ধামে।

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার রেস কাটতে না কাটতেই দেশের আকাশে ফের দুর্ঘটনার খবর। রবিবাসরীয় ভোরে শেষ হয়ে গেলেন তীর্থযাত্রীরা! রবিবার কেদারনাথ রুটে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। জানা যাচ্ছে, হেলিকপ্টারটিতে মোট ৭ জন ছিলেন, যার মধ্যে পাইলটও ছিলেন। আশঙ্কা করা হচ্ছে, সকলেরই মৃত্যু হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আর্যন কোম্পানির একটি হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাটি ঘটে গৌরিকুণ্ড ও ত্রিজুগিনারায়ণ এলাকার মাঝামাঝি। খারাপ আবহাওয়াকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ বলে মনে করা হচ্ছে।

উত্তরাখণ্ডের এডিজি (আইন ও শৃঙ্খলা) ডঃ ভি মুরুগেশনের দেওয়া তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি দেরাদুন থেকে কেদারনাথ যাচ্ছিল। গৌরিকুণ্ডে পৌঁছে হঠাৎ সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
উল্লেখযোগ্য যে, এবারের চারধাম যাত্রার সময় বিভিন্ন ধামে একাধিকবার হেলিকপ্টার দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এমনকি একাধিকবার জরুরি অবতরণও করতে হয়েছে। সম্প্রতি একটি হেলিকপ্টার মাঝ রাস্তার উপর জরুরি অবতরণ করেছিল। যাত্রার শুরুতেও একবার একটি হেলিকপ্টার ভেঙে পড়ে, যেখানে বহু মানুষের মৃত্যু হয়।

এই ধরনের ধারাবাহিক দুর্ঘটনার কারণে কেদারনাথ রুটে হেলিকপ্টার পরিষেবার সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন ৬০টি ট্রিপ কমানো হয়েছে। সাধারণত এই রুটে প্রতিদিন ২০০ থেকে ২৫০টি হেলিকপ্টার ট্রিপ হয়। DGCA (ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন) এই সিদ্ধান্ত নিয়েছে নিয়মিত দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে।

কেদারনাথ রুটে হেলিকপ্টার চলাচলে কড়া বিধি প্রয়োগ করেছে। নতুন নির্দেশ অনুযায়ী, গুপতকাশী থেকে প্রতি ঘণ্টায় দু’বার করে হেলিকপ্টার উড়তে পারবে। অর্থাৎ, দিনে মোট ৮ ঘণ্টায় ১৬ বার হেলিকপ্টার পরিষেবা চালু থাকবে।
দুর্ভাগ্যজনক এই দুর্ঘটনা চারধাম যাত্রাকে আবার শোকাচ্ছন্ন করে তুলল। প্রশাসনের কাছে প্রশ্ন উঠছে, এই পথে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি রয়েছে কি না।

Leave a Reply