দলের কর্মসূচীতে হাজির না থাকলে এবার জনপ্রতিনিধিদের সাম্মানিক বন্ধের হুঁশিয়ারি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতির, কড়া প্রতিক্রিয়া বিজেপির

বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়। সভাধিপতি পঞ্চায়েতের নিয়ম উল্লেখ করে বলেন, পঞ্চায়েতের পরপর তিনটি বৈঠকে জনপ্রতিনিধিরা গরহাজির থাকলে যেমন পঞ্চায়েত সদস্যদের সাম্মানিক বন্ধ হয়ে যায় তেমনই এরপর থেকে দলের বৈঠকে জনপ্রতিনিধিরা গরহাজির থাকলে তাঁদের সাম্মানিক বন্ধ করে দেওয়া হবে।

সভাধিপতির এই বক্তব্য সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে। রাজনৈতিক মহলের দাবি পঞ্চায়েতের তিন স্তরের জনপ্রতিনিধিরা নির্দিষ্ট হারে সরকারি সাম্মানিক পান।

দলীয় কর্মসূচীতে গরহাজির থাকলে সেই সাম্মানিক আদৌ কী তৃনমূলের বন্ধ করার কোনো এক্তিয়ার রয়েছে ? বিজেপির দাবি এ রাজ্যে তৃনমূলের দলীয় কাজ ও সরকারি কাজ এক হয়ে গেছে।

বিজেপির কটাক্ষ তৃনমূলের স্বরূপ বুঝতে পেরে দলেরই জনপ্রতিনিধিদের একাংশ দলীয় কাজে নিস্ক্রিয় হয়ে পড়েছে। ২০২৬ এর নির্বাচনের আগে তাদের উজ্জীবিত করতেই এখন তৃনমূল নেতৃত্বকে এমন হুঁশিয়ারি দিতে হচ্ছে।
Leave a Reply