জয়পুর জঙ্গলে দুর্ঘটনায় জখম হয়ে প্রাণ হারাতে বসা ২ দুষ্টু মিষ্টি হরিণকে সুস্থ করে জঙ্গলে ফিরিয়ে দিল বনদপ্তর।

Bangla circle news

জয়পুর জঙ্গলে দুর্ঘটনায় জখম হয়ে প্রাণ হারাতে বসা ২ দুষ্টু মিষ্টি হরিণকে সুস্থ করে জঙ্গলে ফিরিয়ে দিল বনদপ্তর।


গুরুতর অসুস্থ হওয়া দুই হরিণ কে বাঁচানোয় ছিল বনদপ্তরের কাছে এক প্রকার চ্যালেঞ্জের মত ।


সেই হরিণদের সুস্থ করে ফিরিয়ে দিল বাঁকুড়ার জয়পুর বনদপ্তর। আর এই জয়পুরে বড় কর্মীদের কাজে খুশি হয়ে ভুওসি প্রশংসা করলেন কেন্দ্রীয় মুখ্য বনপাল এস কুনাল ড্রাইভার্ট।
তিনি নিজে দাঁড়িয়ে থেকে জঙ্গলে ছেড়ে দিলেন দুষ্টু মিষ্টি দের, প্রায় দুই থেকে আড়াই মাসের চিকিৎসায় বনদপ্তরের কর্মীদের সেবায় প্রায় 40 খানা সেলাই,অপারেশনের ঔষধ ইনজেকশন সেলাইন দিয়ে সেই হরিণদের সুস্থ করে জঙ্গলের প্রাণীদের জঙ্গলে ফেরত পাঠাতে পেরে খুশি বনদপ্তর।


জংলি হরিণ হলেও আড়াই মাস মানুষের কাছে থাকায় তৈরি হয়েছিল বন্ধুত্ব।।
কিন্তু বন্ধুত্ব হলে কি হবে জঙ্গলের প্রাণীদের তো জঙ্গলে যেতে হবে। তার কারণ বন্যেরা বনে সুন্দর। তাই সেই জঙ্গিলি হরিণদের আজ গভীর জঙ্গলে ছেড়ে দেয়ার পর একটু দুরে পালিয়ে গিয়েও দাঁড়িয়ে থেকে সেবা সুশ্রূষা করা বন্ধুদের দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ ধরে
তারপর ফিরে গেল নিজেদের বাসায় পুরোনো বন্ধুদের কাছে।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *