ফের হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার ওবিসি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের!

Bangla circle news

একের পর এক মামলায় ধাক্কা খাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কেন আবার ধাক্কা খেলো রাজ্য দেখুন।

ফের হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার ওবিসি মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের!

মঙ্গলবারে রাজ্যের নতুন অন্যান্য অনগ্রসর সম্প্রদায় তথা ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট! যা নিয়ে ইতিমধ্যেই
সরগরম রাজ্য রাজনীতি মহল।
এই ঘটনা রাজ্যের কাছে একপ্রকার বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। দীর্ঘদিন ধরে ওবিসি মামলা নিয়ে বহু আলোচনা ও সমালোচনা হয়েছে। এখনও তা বর্তমান। আটকে আছে কলেজে ভর্তির প্রক্রিয়া। এই আবহে নতুন ওবিসি বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ আদালতের।

সূত্রের খবর, রাজ্য সরকারের তরফ থেকে প্রায় ১৪০টি জনজাতি নিয়ে নতুন ওবিসি সংরক্ষণের তালিকা দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার শুনানি ছিল। সেখানেই বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তী জানিয়েছেন, ‘রাজ্যের তরফে এখনও অবধি বিভিন্ন বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যা একপ্রকার আদালতের নির্দেশ অমান্য করা বোঝায়। রাজ্য প্রথম ২০১২ সালের আইন অনুযায়ী কাজ করার পর ১৯৯৩ সালে ফেরত গিয়েছে। কেন এমনটা কেন?

পাশাপাশি দুই বিচারপতি আরও বলেছেন, ‘প্রয়োজনে ২০১২ সালের আইনে সংশোধন করা যেত। কিন্তু রাজ্য তা করেনি। যেহেতু দেশের শীর্ষ আদালতে মামলা রয়েছে। অপরদিকে রাজ্য পদক্ষেপ করেছে। সুপ্রিম কোর্টের রায় আসা না অবধি কোনওরকম পদক্ষেপ গ্রহণ করা হবে না।’ বলাবাহুল্য বিচারপতি রাজশেখর মান্থা এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আগামী ৩১ জুলাই অবধি নতুন ওবিসি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছেন বলেই জানা গিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *