বর্ষণকে উপেক্ষা করেই বাঁকুড়া শহরে পালিত হলো প্যালেস্তাইন সংহতি কর্মসূচী
বাঁকুড়া, ১৭ই জুন, ২০২৫

চলছে দিনভোর বৃষ্টি – সেই বৃষ্টিতে উপেক্ষা করেই বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলা চত্বরে প্যালেস্তাইনের জনগণের প্রতি সংহতি জানিয়ে তথা গাজা ভূখন্ড-সহ সমগ্র প্যালেস্তাইনে অবিলম্বে ইসরাইলের জীয়নবাদী সরকারের গণহত্যা বন্ধের দাবী জানিয়ে বামপন্থী দলসমূহের দেশজুড়ে প্যালেস্তাইন সংহতি দিবস পালনের আহ্বানের সাথে সাযুজ্য রেখে মিছিল ও সভায় সামিল হলেন বামপন্থী দলসমূহের কর্মী সমর্থকরা।

মিছিল থেকে দাবী উঠলো, “মার্কিন মদতে গাজায় ইসরাইলের গণহত্যা অবিলম্বে বন্ধ কর”, “প্যালেস্তাইন ভূখন্ড থেকে অবিলম্বে ইসরাইল হাত ওঠাও”, “অবিলম্বে গাজা ভূখন্ডে রাস্ট্রসংঘের সংঘর্ষ বিরতি প্রস্তাব কার্যকরী করতে হবে”, “যুদ্ধ বিধ্বস্ত গাজা ভূখন্ডের মানুষদের অনাহার ও অর্ধাহারের হাত থেকে বাঁচাতে পর্যাপ্ত ত্রাণ ও চিকিৎসা সামগ্রী সরবরাহে সমস্ত বাধা দূর করতে হবে”, “মার্কিন সাম্রাজ্যবাদ ইসরাইলকে মদত প্রদান বন্ধ কর”, “যুদ্ধবাজ নেতানিয়াহু নিপাত যাক”, “গণহত্যাকারী নেতানিয়াহু’র ক্ষমা নেই”, “মোদী সরকার ইসরাইলকে পরোক্ষে মদত প্রদান বন্ধ কর”, “গণহত্যা ও সংঘর্ষ বন্ধে ভারত সরকারকে সদার্থক ভূমিকা পালন করতে হবে” – মিছিল শেষে মাচানতলা মোড়ে অনুষ্ঠিত হয় এক অতি সংক্ষিপ্ত সভা। এই সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা প্রতীপ মুখার্জী।

২০মাস ১১দিন ধরে চলতে থাকা এই সংঘর্ষ ৬৯৫৮০ জন মানুষ নিহত হয়েছেন, ১ লক্ষ ২৯ হাজার মানুষ হয়েছেন আহত বা জখম, নিখোঁজ হয়েছেন ১৪০০০ মানুষ, বোমাবর্ষণ করে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৪০০ স্কুলবাড়ী ও ৭০০ হাসপাতাল, গৃহহীন হতে হয়েছে ১৯ লক্ষ মানুষকে আর ধ্বংস হয়ে গেছে গাজা ভূখন্ডের ৯২% ঘরবাড়ী এমনকি বোমাবর্ষণ করা হয়েছে ত্রাণ শিবিরগুলিতেও তা সভাতে তুলে ধরা হয়।
যে ভারতবর্ষ প্যালেস্তাইন ভূখন্ডের ৫৫% জমি দিয়ে ইসরাইল রাস্ট্র গঠনের বিরোধীতা করেছিল, ইয়াসের আরাফত তথা প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও’কে দিয়েছিল প্যালেস্তাইন জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে স্বীকৃতি, প্যালেস্তাইনকে রাস্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি এবং হয়ে উঠেছিল জোট নিরপেক্ষ আন্দোলনের নেতা আজ সেই দেশেরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার সরকার যেভাবে ইসরাইল তথা তাদের মদতদাতা মার্কিন সাম্রাজ্যবাদকে তুষ্ট করতে আন্তর্জাতিক ক্ষেত্রে যে ভূমিকা পালন করছে তার প্রতিও ধিক্কার জানানো হয়।
এই কর্মসূচীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক ব্যানার্জী, প্রভাত রায়[সিপিআই(এম)], ভাস্কর সিংহ, কল্যাণ সিংহ(সিপিআই), বাবলু ব্যানার্জী [সিপিআই(এমএল)], বিশ্বজিত সিংহ, শৌভিক বিশ্বাস(ফরওয়ার্ড ব্লক), শান্তনু অধূর্য্যয(আরএসপি) প্রমুখ নেতৃবৃন্দ। – এছাড়াও উদয় অধূর্য্য, মানস ভট্টাচার্য প্রমুখ এআইপিএসও নেতৃত্বও সামিল হয়েছিলেন এই কর্মসূচীতে।
Leave a Reply