একটানা বৃষ্টিতে ডুবল শিলাবতীর সিমলাপাল সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে, সেতুতে আটকে একাধিক ট্রাক, ট্রাকগুলিতে আটকে থাকা ব্যক্তিদের উদ্ধার করল স্থানীয় বাসিন্দারা

লাগাতার বৃষ্টিতে ডুবলো বাঁকুড়ার সিমলাপাল সেতু। আজ ভোর থেকে ওই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে। বিপদজনক অবস্থায় থাকা ওই সেতু দিয়ে পারাপার করতে গিয়ে সেতুর উপর আটকে যায় তিনটি ট্রাক। ট্রাকে থাকা ব্যক্তিদের পরে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। শুধু সিমলাপাল সেতুই নয় শিলাবতী নদীর জলে ডুবেছে ভেলাইডিহা সেতুও।

বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর থাকা অন্যতম গুরুত্বপূর্ণ সেতু সিমলাপাল সেতু। গত পরশু থেকে বাঁকুড়া জেলায় একটানা বৃষ্টির ফলে গতকাল রাত থেকেই এই সেতুর উপর দিয়ে জল বইতে শুরু করে। ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কে। সেতুর উপর দিয়ে বইতে থাকা জলের বেগ আন্দাজ করতে না পেরে সেতু পারাপারের সময় সেতুর মাঝখানে আটকে পড়ে তিনটি ট্রাক।
বিপজ্জনকভাবে সেতুর উপর আটকে থাকা ওই ট্রাকগুলি থেকে আটকে পড়া ব্যক্তিদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করেন। বাঁকুড়া ঝাড়গ্রাম এর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে অসংখ্য সাধারণ মানুষ।

Leave a Reply