UPSC দ্বারা পরিচালিত CAPF পাস করল সৈকত, চাকরি হবে সেনাবাহিনীতে।

Bangla circle news

UPSC দ্বারা পরিচালিত CAPF পাস করেই দেশের সেবাই যাবে সৈকত।

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন UPSC দ্বারা পরিচালিত সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্স CAPF পাস করে সরাসরি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পোস্টে চাকরি পেতে চলেছে আলিপুরদুয়ার জেলা বারবিশার বাসিন্দা ২৪ বছরের যুবক সৈকত দাস।

জানাগিয়েছে আতিয়া ফাউন্ডেশন এবং সত্যেন্দ্র নাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে প্রশিক্ষন নিয়েছিল সৈকত। লেখা পরিক্ষা, এম সি কিউ টেস্টের পর ধাপে ধাপে PST, PET, MST সবকয়টি পর্যায়ে উক্তির্ণ হয় সৈকত, ইন্টারভিউয়ের পর ১৩ ই জুন ফল প্রকাশ হলে দেখা যায়, সারা ভারতে ২৯৮ রেঙ্ক করেছে সে।

ফল প্রকাশের পর খুশির হাওয়া পরিবার মহলে। বাবা মারা যাওয়ার পর মা শিলা দাস সরকার লেখাপড়া চালিয়ে যেতে অনুপ্রেরণা জোগায় ছেলেদের। বড় ছেকে সৈকতের সাফল্যে ভিষণ খুশি সৈকতের মা শিলা সরকার। সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সের BSF, SSB, ITBP, CISF, CRPF এই সমস্ত সেনাবাহিনীর যে কোন একটিতে অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট পদে সরাসরি নিয়োগ পাবে সৈকত।

তবে সৈকতের পছন্দ বর্ডার সিকিউরিটি ফোর্স BSF বা শান্তি সুরক্ষা বাহিনী SSB.
এই বিষয়ে সৈকত এবং তার মা কি জানিয়েছেন শুনুন বক্তব্য-

নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts