রঞ্জিত কুণ্ডু—বাঁকুড়া
পঞ্চায়েত ভোটের আগে সিপিএম তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার জয়পুর ব্লকের আঙ্গারিয়া গ্রাম। এবার মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে, তবে অভিযোগ অস্বীকার তৃণমূলের ।
যত পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসছে জেলায় রাজনৈতিক সংঘর্ষ ততই বৃদ্ধি পাচ্ছে । এবার সিপিআইএমের যুব সংগঠনের এক কর্মী আব্দুল গোণি ভাঙ্গি কে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দলের ব্লক সভাপতি।
স্থানীয় সূত্র জানতে পারা যায় , মঙ্গলবার রাতে সিপিআইএমের যুব সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সদস্য আবদুল গনি ভাঙ্গিকে আংগারিয়া বাজারে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মারধর করে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় । তবে স্থানীয় মানুষজন তড়িঘড়ি তাকে উদ্ধার করে বিষ্ণুপুর হসপিটালে ভর্তি করা হয় এই মুহূর্তে সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন ।
আব্দুল গনি ভাঙ্গি সাংবাদিকদের মুখোমুখী হয়ে বলেন , আমরা একসঙ্গে বসে চা খাই হঠাৎ কেন আমার উপরে আক্রমণ করল তা বুঝে উঠতে পারছি না । তবে রাজনৈতিক কারণে তার ওপর আক্রমণ করা হয়েছে বলে তিনি দাবি করেন ।
জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কৌশিক বটব্যাল । তিনি বলেন , বোম গুলি বন্দুক এসবে তৃণমূল কংগ্রেস বিশ্বাসী নয়, তৃণমূল কংগ্রেস যদি মারপিট করত তাহলে সিপিএমের হারমাদরা মাথা তুলে দাঁড়াতে পারত না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় অবাধ গণতন্ত্র ফিরিয়ে এনেছে বলেই তিনি দাবি করেন। তবে জয়পুর ব্লক দক্ষিণ এরিয়া কমিটির সম্পাদক মানিক রায় তিনি বলেন সামনে পঞ্চায়েত ভোট আসছে ভোট আসার আগেই তৃণমূল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গ্রামে গ্রামে ভয় ভীতি ও মারামারি মানসিক ও শারীরিক দিক দিয়ে আঘাত আনছে তবে বেশিদিন চলবে না বলেই তিনি হুংকার দেন।
Leave a Reply