আবগারির অভিযানে দুদিনে গ্রেপ্তার দুই পাচারকারী।
কুমারগ্রাম সার্কেল আবগারির অভিযানে ভূটানী মদ সহ গ্রেপ্তার এক যুবক।

মঙ্গলবার সকালে কুমারগ্রাম থানা এলাকার কুমারগ্রাম দুয়ার, ডাহারু চৌপতি, মধ্য হলদিবাড়ি, উত্তর হলদিবাড়ি, দূর্গাবাড়ি, পাগলাহাট সহ বিভিন্ন এলাকায় অভিযানে নামে আবগারির কর্মীরা।

উদ্ধার হয় ৩৬ লিটার ভূটান মদ। অবৈধ ভাবে ভূটানী মদ পাচারের অভিযোগে কুষাণ সিং বড়ুয়া নামে ৩২ বছরের এক যুবককে গ্রেপ্তার করে কুমারগ্রাম সার্কেল আবগারির কর্মীরা। ধৃতের বাড়ি সংশ্লিষ্ট থানা এলাকার মধ্য হলদিবাড়ি এলাকায়।

কুমারগ্রাম সার্কেল আবগারি সূত্রে জানাগিয়েছে এদিন ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। অপরদিকে সোমবার কোচবিহার জেলার বাসিন্দা ঝন্টু সরকারকে বারবিশা শান্তিবন এলাকা থেকে চোলাই মদ পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে৷
পাচারের কাজে ব্যবহিত একটি টোটো বাজেয়াপ্ত করেছে আবগারির কর্মীরা।
নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।
Leave a Reply