অযোধ্যা পাহাড়ে সিধু কানুর মূর্তি বসানোকে কেন্দ্র করে ২ গোষ্ঠীর সংঘর্ষ ।

Bangla circle news

সোমবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ময়ূর পাহাড় পার্কিং এর পাশে এক রায়তি জমিতে জোর করে মূর্তি বসানোর অভিযোগ ওঠে। জানা যায় সেখানে সিধু কানুর মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছিল :

অযোধ্যা পাহাড় উন্নয়ন কমিটি’ একটি সংগঠন। মূর্তি বসানোর সময় ওই জমি নিয়ে শুরু হয় জটিলতা। স্থানীয় মাতকমডি গ্রামের বাসিন্দা সুভাষ টুডুর দাবী, ওই জমির মালিক তিনি। বহু বছর ধরে ওই জমিতে চাষ করে আসছেন।


ওই রায়তী জায়গা দখল করে মূর্তি বসানোর কাজে বাধা দিতে যান ভারত জাকাত মাঝি পরগনা মহল ও প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও কমিটির সদস্যরা। তারা প্রশ্ন তোলেন, কেন গ্রাম সভা ও জমির মালিকের অনুমতি ছাড়া এখানে কাজ হচ্ছে?কার মূর্তি বসানো হচ্ছে?

কিন্তু এই প্রশ্ন তুলতেই “অযোধ্যা উন্নয়ন কমিটি” নামক ওই সংগঠনের সদস্যদের সঙ্গে গ্রামের মানুষরা তর্কে জড়িয়ে পড়ে। বচসা থেকে গড়ায় হাতাহাতি পর্যন্ত। পরবর্তীতে লাঠি নিয়েও একে অপরকে মারধর শুরু করে। দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলতে থাকে। এই ঘটনা চলাকালীন পুলিশ পুরো ঘটনায় নিরব দর্শকের ভূমিকা পালন করে বলে অভিযোগ ওঠে বরং যখন আদিবাসী গ্রামবাসীরা প্রতিরোধ করতে যায়, তখন বাঘমুন্ডি থানার পুলিশ তাদের উপর লাঠিচার্জ চালায়, এমনকি বয়স্ক মহিলা ও স্কুলছাত্রীদের পর্যন্ত মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। পরবর্তীতে পুলিশ ছয় জনকে আটক করে নিয়ে যায়।

পুলিশ যাদের ধরে নিয়ে যায়, তারা প্রত্যেকেই অযোধ্যা পাহাড় রক্ষা আন্দোলনের পরিচিত মুখ – তারা হলেন উক্ত জমির মালিক হিসেবে দাবিদার সুভাষ টুডু, বনাধিকার কমিটির সভাপতি সুনিল টুডু, গ্রাম সভার সভাপতি মদন মুর্মু সহ নকুল বাস্কে, রঘুনাথ হেমব্রম, মোমচাঁদ মুর্মু।
অযোধ্যা পাহাড়ের এই মানুষগুলো সব সময় পাহাড়, জঙ্গল, জলাশয় রক্ষা এবং আদিবাসী অধিকার নিয়ে কাজ করে আসছেন এমনটাই দাবী এলাকাবাসী।এরা ঠুরগা প্রকল্প, বন কেটে রিসোর্ট তৈরি, পাহাড় থেকে আদিবাসীদের তাড়ানোর বিরুদ্ধে লড়াই করেছে। তাই অনেকের ধারণা, তাদের চুপ করাতে ইচ্ছা করে পুলিশ ও রাজনৈতিক দলের মাধ্যমে তাদের ওপর আক্রমণ করা হয়েছে।


পুলিশের দ্বারা আটক হওয়া ছয়জনের নিঃশর্ত মুক্তির দাবিতে পরবর্তীতে বিকেল থেকে রাত পর্যন্ত বাগমুন্ডির থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে অযোধ্যা পাহাড়ের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। জানাযায় গভীর রাত পর্যন্ত থানার সামনে বিক্ষোভ দেখান অযোধ্যা পাহাড়ের কয়েকশত আদিবাসী পুরুষ ও মহিলা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More posts