*রঞ্জিত কুন্ডু-বাঁকুড়া*

অবশেষে গতকাল বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর সুভাষপল্লীর ঘাটে তলিয়ে যাওয়া স্কুল ছাত্র সায়ন ব্যানার্জীর মৃতদেহ উদ্ধার হল প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে ২৫ থেকে ২৬ ঘন্টা পর, অবশেষে উদ্ধার হল তিন নিখোঁজ ছাত্রের মৃতদেহ।
বাঁকুড়ার বিষ্ণুপুরের পানের ডাঙর এলাকার দ্বারকেশ্বর নদীর বালি ঘাট থেকে উদ্ধার হয়েছে বলে খবর,
আজ সকালে ২ স্কুল পড়ুয়ান দেহ উদ্ধার হয়। এদের দুই দেহ প্রায় ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়। কিন্তু এই দুই ছাত্র দেহ উদ্ধার করা গেলেও উদ্ধার হয়নি সায়ন ব্যানার্জির দেহ অবশেষে প্রায় ২৬ ঘণ্টা পর উদ্ধার করল বিষ্ণুপুর সিভিল ডিফেন্স ও আসানসোল থেকে আসা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনী।

জানা যায় গতকাল দুপুর একটা থেকে স্কুল থেকে পালিয়ে এসে দ্বারকেশ্বর সুভাষপল্লীর ঘাটে তলিয়ে যায় তিন স্কুল পড়ুয়া সেই খবর দেওয়া হয় বিষ্ণুপুর ব্লক ও মহাকুমা প্রশাসনকে। প্রশাসন দ্রুত এসে গতকাল থেকে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তিন স্কুল পড়ুয়ার দেহ উদ্ধারের জন্য। চলছিল জোর কদমে তল্লাশি, উদ্ধারের জন্য আনা হয় আসানসোল থেকে বিপর্যয় মোকাবিলা স্পেশাল টীম তার সাথে বিষ্ণুপুর মহকুমার সিভিল ডিফেন্স টিমের সদস্যরা লাগাতার চেষ্টা চালিয়ে যান গতকাল রাত সাড়ে সাতটা পর্যন্ত আজ আবার ভোরের আলো ফুটতেই শুরু হয় তল্লাশি,

আর তল্লাশি শুরুতেই সফলতা আসে আজ ভোরে উদ্ধার করা হয় দুই ছাত্রের মৃত দেহ, প্রায় 18 ঘণ্টা সময় লাগে এই দুই মৃতদেহ উদ্ধার করতে, কিন্তু উদ্ধার হয়নি সায়ন ব্যানার্জি নামে এক ক্লাস নাইনে পড়া ছাত্র দেহ, আবারো শুরু হয় তল্লাশি, অবশেষে ২৬ ঘণ্টা পর উদ্ধার করা গেল পাঁচ কিলোমিটার দূরে পানের দাঙ্গা নামে এলাকা থেকে, খুঁজে পাওয়া যায় সায়ন চ্যাটার্জির মৃত দেহ,আর দেহ উদ্ধার হতেই কান্নায় ভেঙে পড়ছে বাড়ির লোক ও এলাকার মানুষ।

ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানেই হবে তিন স্কুল পড়ুয়া মৃতদেহের ময়না তদন্ত। অকালে এই তিন স্কুল পড়ুয়া স্কুল চলাকালীন মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসল বিষ্ণুপুর মহকুমা প্রশাসন। বিশেষ করে বিষ্ণুপুর হাই স্কুল। এরপর থেকে স্কুলে ঢোকার থেকে শুরু করে টিপিন এরপর শুরু হবে রোল প্রেজেন্ট যাতে করে আর এই অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সজাগ থাকবে স্কুল প্রশাসন থেকে শুরু করে মহকুমা প্রশাসন এমনটাই প্রশাসন সূত্রে খবর।
Leave a Reply