দিনের পর দিন ব্যবসায় লোকসান, সেই লোকসান বাড়ির থেকে আদায় করার ফন্দি আটতে গিয়ে মহা ফেসাদে যুবক

রঞ্জিত কুন্ডু-বাঁকুড়া
ব্যবসায় পরপর লোকসান,খোয়া গেছে ৭ লক্ষ টাকা,তাই মনে মনে ফন্দি আটলো ব্যবসায়ী যুবক। গল্প ফেঁদে বসে বাড়ির লোকের কাছে যে তার নাকি ছিনতাই হয়ে চলে গেছে সব টাকা।
কিন্তু সেই গল্প করতে গিয়ে আর শেষ রক্ষা হলো না,মিথ্যা গল্পের পর্দা ফাঁস করল বাঁকুড়ার বিষ্ণুপুর থানার পুলিশ।

উল্টে পুলিশ রবিবার ওই যুবকের বিরুদ্ধে মামলার অজু করেছে। ঘটনা বিষ্ণুপুরের চৌকান রেলগেট এলাকার ওই ঘটনায় চাঞ্চল ছড়ায় এলাকায়।

ফাইল চিত্র। এই ছবি এই খবরের ছবি নয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে বিষ্ণুপুরের মোরার এলাকার এক যুবক তাদের পারিবারিক ব্যবসায় সাত লক্ষ টাকা লোকসানের মুখে পড়ে,কিন্তু তার হিসাব দিতে পারছিল না বাড়ির লোকের কাছে।
সেই জন্য পরিবারের লোকজনকে ধোঁকা দিতে ব্যাংকের টাকা জমা দিতে যাওয়ার নাম করে মিথ্যা ছিনতায়ের গল্প ফেঁদে বসে। নিজেই পুলিশকে ছিনতাইয়ের খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোটা এলাকায় ঘিরে ফেলে, চালায় তল্লাশি।

পরে রাস্তার ধারে ওই যুবকের পরিকল্পিতভাবে ফেলে রাখা একটি মোবাইল ও একটি খালি ব্যাগ উদ্ধার হয়। ঘটনা তদন্ত নেমে পুলিশ ওই যুবকের কোথায় অসঙ্গতি মেলায় পুলিশের কাছে ধরা পড়ে যুবক। আর এরপরই পুলিশ শুরু করে নিজেদের মতন খেলা।
শুরু করে ওই যুবককে জেরা শেষ পর্যন্ত মিথ্যে গল্প পুলিশের কাছে ধোপে টিকলো না, গর গড় করে সত্যি কথা বেরিয়ে পড়ে মুখ থেকে, শেষমেষ স্বীকার করে নেয় এই মিথ্যা গল্প কাহিনী।। এই খবরটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করুন।
Leave a Reply