চুরির অভিযোগের ২৪ ঘন্টার মধ্যেই চুরি যাওয়া সোনার গহনা সহ নগদ টাকা উদ্ধার করল বিষ্ণপুর থানার পুলিশ। গ্রেফতার দুই দুষ্কৃতি।

ধৃতদের পেশ করা হচ্ছে বিষ্ণুপুর মহকুমা আদালতে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করছে পুলিশ। জানা গেছে গত ৩০ জুন বিষ্ণুপুর শহরের ভগত সিং মোড়ের কাছে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়িতে কেউ না থাকার কারনে সেই বাড়ির জানালার সিক ভেঙে বাড়ির মধ্যে ঢুকে সোনার গহনা ও নগদ টাকা চুরি করে চম্পট দেয় চোরের দল। নগদ টাকা ও সোনা মিলিয়ে আনুমানিক ১ লক্ষ টাকা চুরি হয়ে যায় বলে দাবি পুলিশের।

বিষ্ণুপুর থানায় অভিযোগ জানানোর পরেই পুলিশ বিভিন্ন দিক খতিয়ে দেখে দুইজনকে সনাক্ত করে মঙ্গলবার রাতে বাঁকুড়া শহরে একটি সোনার দোকানে বিক্রি করতে যাওয়ার পথে তাজ মহম্মদ ওরফে বাঁকা ও আলি মহম্মদ ওরফে রিন্টু নামে দুই জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া নগদ টাকা ও সোনার গহনা উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। ধৃতদের বুধবার পেশ করা হচ্ছে বিষ্ণুপুর মহকুমা আদালতে।

পুলিশ জানিয়ে ধৃত দুজনের সাথে যুক্ত রয়েছে আরও দুজন তাদের খোজ চলছে। বিষ্ণুপুর বাইপাশে একটি বড় বাড়ি টার্গেট করেছিল তারা তবে সেই বাড়িতে সিসি ক্যামেরা থাকার কারনে সেই বাড়ি ছেড়ে ভগত সিং মোড়ের একটি বাড়ির জানালান সিক ভেঙ্গে ঢুকে চুরির ঘটনা ঘটায় দলটি।
Leave a Reply