
আলিপুরদুয়ার সংবাদ দাতা নিমাই চাঁদ
বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে এক মানসিক প্রতিবন্ধী ১১ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের চেষ্টা, এমনই অভিযোগ এক প্রতিবেশির বিরুদ্ধে।। গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত পঞ্চাশ উর্ধ শালুকা বর্মন।

ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার দুই গ্রাম পঞ্চায়েতের এলাকায়। পরিবার সূত্রে জানাগিয়েছে মঙ্গলবার বিকেলে মুখবধির নাবালিকা মেয়েটি বাড়িতে একাই ছিল মেয়েটির মা মাঠে গৃহপালিত ছাগল গরু চড়াতে গিয়েছিল। সে সময় বাড়িতে ছিল না কেউ সেই সুযোগ বাড়ি ফাঁকার সুযোগ নিয়ে প্রতিবেশি বয়স পঞ্চাশ উর্ধ শালুকা বর্মন চড়াও হয় ১১ বছরের নাবালিকা মেয়ের উপর শারীরিক নির্যাতন চালাই।

নাবালিকার শরীর ক্ষত বিক্ষত করে দেয় ওই হিংস্র পাড়ার প্রতিবেশী ধর্ষণের চেষ্টা চালায় সে সময় বাড়িতে উপস্থিত হয় মেয়েটির মা। হাতে নাতে ধরে ফেলে অভিযুক্তকে। পরিবারের তরফ থেকে বুধবার সকালে লিখিত অভিযোগ দায়ের হয় কুমারগ্রাম থানার বারবিশা পুলিশ ফাঁড়িতে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানাগিয়েছে বৃহস্পতি বার ধৃতকে আদালতে পেশ করা হবে।
Leave a Reply