
আর সেই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল ঘরের জানালার সিদ কেটে চিচিং ফাক করল গহনা ও টাকা। আর বিবাহর গহনা হারিয়ে মাথায় হাত যুবতী ও যুবতীর পরিবারের।

জানা যায় বাঁকুড়া জয়পুর ব্লকের ময়নপুর গ্রামে বাড়ি ওই যুবতীর,কর্মসূত্রে উঠেছিলেন বিষ্ণুপুরের ভগৎ সিং মোড়ের ভাড়া বাড়িতে, আর সেই বাড়িতেই হয়ে গেল দুঃসাহসিক চুরি। খোয়া গেল সোনা গহনা ও টাকা মিলিয়ে লক্ষ টাকা।
বিবাহ আর মাত্র পাঁচদিন বাকি তার আগেই গয়না হারিয়ে দিশেহারা পরিবারের লোক ছুটলেন বাঁকুড়ার বিষ্ণুপুর থানায়।

আর বিষ্ণুপুর থানার পুলিশ অভিযোগের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল বাঁকুড়ার কেঠারডাঙ্গা থেকে দুই দুষ্কৃতিকে। আরো দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি তবে দুষ্কৃতীরা গ্রেপ্তার হতেই একটু হলেও বুকে বল ফিরল ওই যুবতির, তবে তিনি বলেন ৭ তারিখে বিয়ে তার আগে যদি গহনাগুলো ফেরত পেতাম তাহলে খুব ভালো হতো। বলেই তিনি জানান।

24 ঘণ্টার মধ্যেই দুষ্কৃতীদেরকে ধরে ফেলতেই
বিষ্ণুপুর থানার পুলিশ কে ধন্যবাদ জানালো যুবতী। দেখুন তিনি কি বলছেন।
Leave a Reply