আবারো সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা

বাঁকুড়ার বিষ্ণুপুর রাধানগর সন্ন্যাসী পাড়ায়।। বাড়ির সামনে যে কয়েক ঘণ্টা আগেও মিষ্টি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছিল ছুটে বলছিল চারিদিক ফুটফুটে তিন বছরের শিশু হঠাৎ করেই নিখোঁজ।
মা ভেবেছেন তার কাকুর কাছে খেলা করছে। কাকু ভেবেছেন তার মায়ের কাছে রয়েছে। এই টালবাহানার ফাঁকে বাড়ির সামনে পুকুরে জলে কখন যে নেমে যায় এই শিশু কন্যা, সেটা কেউ দেখেনি। তারপরই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

কি ঘটেছে জানেন পুকুরের জলে নেমে পড়ে এই শিশু। সাথে সাথেই পাড়া-প্রতিবেশী ও বাড়ির লোক ওই পুকুরের জল থেকে উদ্ধার করে রাধানগর হসপিটালে নিয়ে যায় সেখান থেকে বিষ্ণুপুর জেলা হাসপাতালের স্থানান্তরিত করে তারপরেই সব শেষ। শিশু হারিয়ে কান্নায় ভেঙে পড়ে পুরো পরিবার। বাড়ির লোকের নজরদারির অভাবে আবারও মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাঁকুড়ার বিষ্ণুপুর রাধানগর সন্ন্যাসী পাড়ায় ।

তাই আপামর সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে সব সময় নজর রাখুন বাচ্চার খেয়াল রাখুন।
সম্পূর্ণ লেখাটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।। আপনি খবরটি পড়েছেন অপরকে খবরটি পড়ার জন্য অবশ্যই শেয়ার করুন।
Leave a Reply