আবারো ভয়াবহ দুর্ঘটনা,এবার যাত্রীবাহী বাসের সাথে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১,আহত আরো ১০ থেকে ১৫ জন বাস যাত্রী।

আবারো ভয়াবহ দুর্ঘটনা হুগলির গোঘাটে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি
ভয়াবহ পথ দুর্ঘটনা হুগলির গোঘাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ধরমপুর গ্রামে

কিভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা, যার জেরে চলে গেল একটি প্রাণ ও আহত হলেন অনেকে।
তবে স্থানীয় সূত্রে জানা যায়, আরামবাগের দিক থেকে বদনগঞ্জগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ই মৃত্যু হয় একজনের ও আহত হয় প্রায় ১০ থেকে ১৫ জন বাস যাত্রী। দুর্ঘটনার শব্দ এতটাই তীব্র ছিল যে শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন,খবর দেয়া হয় পুলিশ প্রশাসনকে, খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত ছুটে আসেন পুলিশ,আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কামারপুকুর গ্রামীণ হাসপাতালে।

তবে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুসারে তারা জানান আরামবাগের দিক থেকে ছুটে আসা বদনগঞ্জগামী একটি বাসের সঙ্গে একটি ট্রাক্টর এর মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের আহত হয়েছে ১০ থেকে ১২ জন তাদেরকে পুলিশ উদ্ধার করে স্থানীয় তামার পুকুর হসপিটালে নিয়ে যায় সেখানেই তাদের চিকিৎসা চলছে। তবে যিনি মারা গেছেন উনার নাম তপন দে। বাড়ি চন্দ্রকোনা থানার বিষ্ণুদাসপুরে,বয়স আনুমানিক ৫৩ বছর। সূত্রের খবর তিনি আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন।
কিভাবে ঘটল এই দুর্ঘটনা কি জানাচ্ছেন এলাকার মানুষ চলুন শোনাবো আপনাদের।
Leave a Reply