নদী এবং জঙ্গল ঘেরা গ্রামের যাতায়াত ব্যবস্থার মান উন্নয়নে এগিয়ে এলো বনদপ্তর।

একধারে বক্সার ঘন জঙ্গল অপর দিকে সংকোষ নদীর একটি শাখা, মাঝখানে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের প্রান্তিক জনপথ বিত্তিবাড়ি গ্রাম। স্কুল, হাসপাতাল, সরকারি অফিস কিংবা বাজার ঘাট সমস্তটাই নদীর এপাড়ে, নদী পাড়াপারের একমাত্র ভরশা নৌকা। বর্ষাকাল বা রাতবেরাতে জরুরী ভিত্তিক চিকিৎসা পরিসেবার ক্ষেত্রে মুমূর্ষ রোগীকে নৌকায় এপাড়ে এনে তারপর অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে হতো চিকিৎসার জন্য।

এবার থেকে সেই সমস্যার সমাধান হলো, গ্রামের যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে এগিয়ে এলো বনদপ্তর।সংকোষের শাখা নদীর উপর দক্ষিন হলদিবাড়ি জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতা নিয়ে তৈরি হলো কাঠের সেতু। যার আনুষ্ঠানিম উদ্ধোধন হয় শুক্রবার দুপুরে। যার ফলে উপকৃত হবে গোটা বিত্তিবাড়ি গ্রাম। যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে ভৌগোলিকভাবে গুরুত্ব বাড়বে ঐ এলাকার। পাশাপাশি এদিন মানুষ এবং বন্যপ্রাণী সংঘাত এড়াতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিষেশ করে হাতি এবং মানুষের সংঘাত এড়াতে বেশ কিছু বিষয় মেনে চলার পরামর্শ দেওয়া হয় প্রশাসনের পক্ষ্যথেকে। এদিন বনদপ্তরের পক্ষ্যথেকে স্কুল পড়ুয়াদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা সহ গোটা দিন বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বড়াইক, বনদপ্তরের বক্সা বাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ডি এফ ডি দেবাশীষ শর্মা, এ ডি এফ ও অরজিৎ বাসু, কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা, কুমারগ্রাম থানার আই সি শমীক চট্টোপাধ্যায় পাধ্যায় প্রমুখ।

এই বিষয়ে রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বড়াইক,বক্সা বাঘ্র প্রকল্প পূর্ব বিভাগের ডি এফ ডি দেবাশীষ শর্মা এবং নদী পাড় করে যাতায়াতকারী এক অঙ্গনওয়াড়ি কর্মি কি জানিয়েছেন শুনুন বক্তব্য-
নিমাই চাঁদ, কুমারগ্রাম,আলিপুরদুয়ার।
Leave a Reply