আস্ত শিয়ালকে গিলে ফেলল বিশালাকার অজগর সাপ,এমন ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ঘটনাটি জানা যাচ্ছে ঝাড়খণ্ডের গিরিডিহ জেলার বালেডিহা গ্রামের জঙ্গলে।

জানা যায় স্থানীয়রা যখন গবাদি পশু চরাতে জঙ্গলে গিয়েছিল ঠিক তখনই তারা দেখেন একটি মাঝ বয়সি অজগর সাপ আস্ত শিয়ালকে গিলে খাচ্ছে।
আর তখনই ভিডিও করতে শুরু করেন স্থানীয়রা,এক ব্যক্তি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই রাতারাতি ভাইরাল।

গ্রুপ ইন্ডিয়া ইনস্টাগ্রামে পোস্ট হয়েছে সেই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অজগরটি ইতিমধ্যেই তার গলার অর্ধেক নিচে নামিয়ে দিয়েছে। তার খাদ্যকে।
প্রশ্নের ক্যাপশন অনুসারে অজগরদের আকারের উপর নির্ভর করে আশ্চর্যজনকভাবে ধীরগতির খাদ্যাভ্যাস থাকে ছোট অজগর প্রতি 5 থেকে 10 দিন অন্তর বা তিন থেকে চার সপ্তাহ পর খাবার খায়।

২০২৪ সালে উত্তর প্রদেশের আগ্রার পাড়না গ্রামের কাছে ১৬ ফুট লম্বা একটি অজগর একটি বাছুরকে গিলে ফেলেছিল এমন ঘটনাও ঘটেছে এই ঘটনা যে শুধু আজকের তা নয় প্রায় দিনই কোথাও না কোথাও অজগর সাপ এভাবেই শিকার ধরে আস্ত গিলে ফেলে।
Leave a Reply