” আলুর মালুর চালুর – তুমরা চাল গুচ্ছেক দাও – নইলে খোস গুচ্ছেক লাও ” ।
আজ ঘেঁটুপুজো, বাঙালির বিলুপ্তপ্রায় সংস্কৃতি।
এক নষ্টালজিক লোকসংস্কৃতির অঙ্গ ঘাঁটুপুজা।
ফাল্গুন মাসের সংক্রান্তির দিন ভোরবেলা যখন মা -এর ডাকে ঘুম ভাঙ্গলো, মনেই হলোনা বয়সটা অনেক টাই বেড়ে গেছে; আজও মা-এর পুজার সঙ্গী, অংশগ্রহণকারীও ।
প্রতিবছরের মতোই ভোরবেলার ঠান্ডা বাতাস এক আদি, অকৃত্রিম স্নিগ্ধতাতে মন ভরে দিয়ে গেল।
আগের দিনের থেকে অল্প জোগাড়,অল্প ফুল তাতেই ঠাকুর সন্তুষ্ট।আসলে এই পুজো নিয়মের নয় বলা চলে এক নষ্টালজিয়ার।
পুজোর অঙ্গ হিসাবে মাটির পাত্র ভাঙা, হলুদ কাপড় চোখে ঠেকানো, কালির কাজল চোখে ঠেকানো সব যেন নিয়মের আড়ালে মা-এর গন্ধ, মা-এর আঁচলকে আরও একটু অনুভব করা।
বিকেলে আলুর মালুর চাল দাও গো বলে এখনো কিছু ছেলে মেয়ে সবার বাড়ি বাড়ি যায়; তবে আধুনিক হওয়ার গেরোয় কারো কাছে এইসকল বড়ই সেকেলে।
সে হোক; আমরা বরং আলুর মালুর চাল দাও গো শুনতে শুনতে বিকেলে কান জিলাপি আর ফুট কলাই -এ মনোনিবেশ করি।
Leave a Reply