কামাখ্যাগুড়ি শহীদ ক্ষুদিরাম কলেজের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান রঞ্জিত রায়ের অপসারণের দাবিতে অধ্যক্ষকে ডেপুটেশন দিল তৃণমুল ছাত্র পরিষদ।

সোমবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি বিকি দাসের নেতৃত্বে ডেপুটেশন দেওয়া হয় শহীদ ক্ষুদিরাম কলেজের অধ্যক্ষকে। ছাত্র পরিষদের অভিযোগ মোটা অংকের টাকার বিনিময়ে কলেজের ছাত্র ছাত্রীদের টিউশন পড়ান ঐ অধ্যাপক এবং বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া হয় টিউশন পড়ুয়াদের।

প্রতিবাদ করলে পরিক্ষায় নাম্বার কমিয়ে দেওয়া, অবিভাবককে কলেজে ডেকে নেওয়া এমনকি কলেজ থেকে নাম কেটে দেওয়ার মতো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপকের বিরুদ্ধে। তবে অধ্যাপক রঞ্জিত রায়কে ফোন করা হলে তিনি জানান সমস্তটাই ভিত্তিহীন অভিযোগ।

কোন ছাত্র ছাত্রীদের অর্থের বিনিময়ে পড়ানো হয় না। একজন অধ্যাপক হিসেবে ছাত্র ছাত্রীদের স্নেহের পাশাপাশি শাসন করা এটা স্বাভাবিক ব্যাপার। তবে কলেজের সমস্ত ছাত্র ছাত্রীদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে, ছাত্র পরিষদ কেন এমন অভিযোগ সামনে আনলো বুঝতে পারছি না।
এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের কুমারগ্রাম ব্লক সভাপতি বিকি দাস কি জানিয়েছেন শুনুন বক্তব্য-
নিমাই চাঁদ, কুমারগ্রাম, আলিপুরদুয়ার।
Leave a Reply