আর নেই মৃদুল ভাবতেই পাচ্ছেনা গ্রামবাসীরা, গত পরশু দিনে একটা ফোনেই সব শেষ, কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম তো বটেই ছুটে এসেছেন আশপাশের মানুষজন তারাও মৃদুলের দেহ দেখবে বলে ছুটে এসেছেন এলাকায়।

মাত্র দু বছর হলো দেশ রক্ষা করতে গিয়েছেন মিদুল, আর দেশ রক্ষা করতে গিয়ে শহীদ হয়ে বাড়ি ফিরল কফিনবন্দি দেহ,শহীদ জওয়ানের নিথর দেহ বাড়ি পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ল গোটা এলাকা।

শহীদ জওয়ান মৃদুল দাসের কফিন বন্দিদেহ পৌছল বারবিশায়। বারবিশা থেকে শোভাযাত্রা করে দেহ নিয়ে যাওয়া হবে কুমারগ্রামের পুখুরি গ্রামের বাড়িতে। মঙ্গলবার বিকেলে শহীদ জওয়ান মৃদুলের গ্রামের লোকেরা জাতীয় পতাকা হাতে বারবিশায়

দারিয়ে অপেক্ষা করে কফিন বন্দি দেহেরর জন্য। বিকেল পাঁচটা নাগাদ শহীদ জওয়ানের দেহ এসে পৌচ্ছায় বারবিশা। তারপর কুমারগ্রামের পুখুরিগ্রামের বাড়িতে শোভাযাত্রা করে নিয়ে যাওয়া হয় কফিন বন্দিদেহ। জানাগিয়েছে দুই বছর আগে বি এস এফ জয়েন্ট করে মৃদুল, সম্প্রতি জম্বুতে কর্মরত ছিল,

রবিবার রাতে কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয় ঐ জওয়ান। মঙ্গলবার শহীদ জওয়ানের কফিন বন্দি দেহ বারবিশায় পৌচ্ছালে ভির জমেযায় এলাকায়। খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে কুমারগ্রাম ব্লক জুরে।
নিমাই চাঁদ, কুমারগ্রাম,
Leave a Reply