জেলায় জেলায় সিপিএমের ডাকা বন্ধের মিশ্র প্রভাব,যাত্রী ভোগান্তিতে জয়পুর।

Bangla circle news

জেলায় জেলায় সিপিএমের ডাকা বন্ধের মিশ্র প্রভাব,যাত্রী ভোগান্তিতে জয়পুর।


বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা রাজ্যজুড়ে ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল বাঁকুড়ার জয়পুরে। সকাল থেকেই বাসযাত্রীরা হয়রানির শিকার দাঁড়িয়ে আছেন ঘন্টার পর ঘন্টা। অন্যদিকে চলছে পুলিশি টহলদারী পুরা নজরে প্রশাসন।
সকাল থেকে দুই একটি বাস গেলেও অন্য দিনের তুলনায় অনেক কম চলছে বেসরকারি বাস।
অনেকে ভেবেছিলেন বাস চলবে অনেকে জেনে শুনেও বেরিয়েছেন বাড়ি থেকে কর্মস্থল বা আত্মীয় বাড়ি।কেউ যাবেন কলকাতা তো কেউ যাবেন বাঁকুড়া। সকাল থেকেই দাঁড়িয়ে রয়েছে বাস যাত্রীরা।


তার উপর সরকারি কর্মচারীদের বাধ্যতামূলক অফিসে হাজীরা না দিলে কাটা যাবে বেতন। বাদ যাবে ছুটির একটা দিন। তার থেকেও বড় কথা শোকজ করা হবে কর্মচারীদের এই ভয়ে গাড়ি ভাড়া করে ছুটছেন অফিসে।
তাই বন্ধের মিশ্র প্রভাব পড়লেও অনেকে গাড়ি ভাড়া করে ছুটে যাচ্ছেন চাকরির স্থলে। তবে ভোগান্তিতে সাধারণ মানুষ, তাদের কপালে জোটেউনি গাড়ি পকেটে নেই টাকা, তাই তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন কখন একটি বাস আসবে, তাতে সেই বাস সরকারি হোক বা বেসরকারি,সেই বাসে চেপেই তারা গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। তবে এক বাস যাত্রী তিনি জানান তিনি বেরিয়েছেন কলকাতায় মেয়ের বাড়ি যাবে বলে, মেয়ে খুব অসুস্থ দেখতে যাবেন,বাবা।

আর তার মধ্যেই এই হয়রানি তিনি জানতেন যে আজকে বন্ধ তবুও তাকে বের হতে হয়েছে মেয়ের জন্য। অন্যদিকে সিপিএমের পক্ষ থেকে তারা দাবি করছেন তারা সাধারণ মানুষের জন্যই এই বন্ধ ডেকেছেন একটু হলেও অসুবিধা হচ্ছে তবে কিছু করার নেই।

আমরা সাধারণ মানুষের জন্য এই বন্ধ ডাকা হয়েছে। তাই এই বন্ধকে সফল করতে সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *